জুলাই হত্যা মামলায় জবির সাবেক অধ্যাপক আনোয়ারা গ্রেফতার

3 months ago 39

গণঅভ্যুত্থানের সময় একটি হত্যার ঘটনায় ছাত্রদল নেতার করা মামলায় বীর মুক্তিযোদ্ধা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আনোয়ারা বেগম আনুকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ মে) তাকে আদালতে হাজির করা হবে।

বুধবার (২৮ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে শিক্ষার্থীরা তাকে পুলিশের হাতে তুলে দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাজধানীর সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম।

জবি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লার করা মামলার আসামি অধ্যাপক আনোয়ারা বেগম। গত ফেব্রুয়ারিতে মামলাটি করেন ছাত্রদল নেতা।

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জাগো নিউজকে বলেন, শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনে থেকে তাকে আটক করেন। পরে আমাদের খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে আসে। তিনি ফেব্রুয়ারি মাসে করা একটি মামলার আসামি। তাকে গ্রেফতার দেখিয়ে আজ আদালতে পাঠানো হবে।

এদিকে, গ্রেফতার আনোয়ারা বেগম সাংবিধানিক প্রতিষ্ঠান সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক সদস্য। এছাড়া তিনি জবির আপগ্রেডেশন বোর্ডের একজন নমিনি। তাকে রেজিস্ট্রার দপ্তর থেকে চিঠি দিয়ে ক্যাম্পাসে আসতে বলা হয়েছিল বলে জানিয়েছেন তিনি।

তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বিষয়টি অবগত নন বলে জানিয়েছেন। তিনি জাগো নিউজকে বলেন, অধ্যাপক আনোয়ারা বেগমের ক্যাম্পাসে আসা কিংবা তার বিরুদ্ধে মামলার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন অবগত নয়। পুলিশ উনাকে ক্যাম্পাসের বাইরে থেকে গ্রেফতার করেছে বলে জেনেছি।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মো. মেজবাহ উল আজম সওদাগর বলেন, তাকে বিভাগ থেকে ডাকা হয়নি। বোর্ড (আপগ্রেডেশন) মিটিংয়ে ডাকার কোনো এখতিয়ার বিভাগের নেই। যতদূর জানি, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে চিঠি দিয়ে তাকে ডাকা হয়েছিল।

এএএইচ/বিএ/এএসএম

Read Entire Article