জেইউডিও’র নতুন সাধারণ সম্পাদক ফারিম আহসান

2 months ago 6
জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের (জেইউডিও) নতুন সাধারণ সম্পাদক হলেন জাবি অর্থনীতি বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী ফারিম আহসান। শুক্রবার (১৩ জুন) জেইউডিও-এর এক জরুরি কার্যনির্বাহী সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে ফারিম আহসানকে সাধারণ সম্পাদ পদে দায়িত্ব প্রদান করা হয়। এছাড়া  ইতোপূর্বে ব্যক্তিগত কারণে অনুষ্ঠান সম্পাদক সাদাত ইবনে ইসলাম দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করায় তার স্থানে অর্থনীতি বিভাগের ৫১ ব্যাচের শিক্ষার্থী বর্ণ সাহা বিশালকে দায়িত্ব প্রদান করা হয়। পুনর্গঠিত কমিটিতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৫২ ব্যাচের ওয়াসিক আহমেদ আপন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক এবং চারুকলা বিভাগের ৫২ ব্যাচের প্রণয় সাহা ও নৃবিজ্ঞান বিভাগের ৫২ ব্যাচের তানজিলা তাসনীম সেতু কার্যনির্বাহী সদস্য পদে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। এছাড়া এবছরের জন্য কার্যনির্বাহী কমিটির সহসভাপতি (বাংলা ও ইংরেজি বিতর্ক) পদ একীভূত করে সহসভাপতি (বিতর্ক) পদে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের ৪৯ ব্যাচের সাদমান অলীভ এবং সহসভাপতি (প্রশাসন) পদে দায়িত্ব পেয়েছেন ইতিহাস বিভাগের ৪৯ ব্যাচের লামিয়া ইসলাম প্রত্যাশা। এর বাইরে জেইউডিও-এর বর্তমান সভাপতি বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী মির্জা সাকির নেতৃত্বে ২১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অন্য সব পদে দায়িত্বপ্রাপ্তরা অপরিবর্তিত আছেন। উল্লেখ্য, সাম্প্রতিক উদ্ভূত জরুরি পরিস্থিতি বিবেচনায় জেইউডিও-এর প্রচলিত সাংগঠনিক ধারা ও ঐতিহ্য অনুযায়ী নির্ধারিত প্রক্রিয়ায় গতকাল কার্যনির্বাহী কমিটির এই পুনর্গঠন করা হয়। কার্যনির্বাহী কমিটির সব সদস্য এবং জেইউডিও-এর সব বিতার্কিক ও সদস্যরা পুনর্গঠিত কমিটির নেতৃত্বে বিতর্ক চর্চা ও বিতর্ক শিল্পের উন্নয়নে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। পাশাপাশি সংশ্লিষ্ট সব অংশীজনকে জেইউডিও-এর কার্যক্রম ও সাংগঠনিক পথচলায় পূর্ণ সমর্থন প্রদানে আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেছেন।
Read Entire Article