জেলের জালে মিলল ১৪ কেজির পাঙাশ

2 months ago 27

পটুয়াখালীর পায়রা বন্দর-সংলগ্ন রাবনাবাদ নদে মোহাম্মদ অলি নামের এক জেলের জালে ধরা পড়েছে ১৪ কেজি ওজনের একটি পাঙাশ মাছ। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে মাছটি জালে ধরা পড়ে।

মঙ্গলবার সন্ধ্যায় মাছটি কলাপাড়া পৌর শহরের নতুন বাজার এলাকায় বিক্রির জন্য নিয়ে আসা হয়। এ সময় মাছটি একনজর দেখতে ভিড় জমায় উৎসুক জনতা।

জানা গেছে, হাসান আলী হাওলাদার নামের এক মাছ ব্যবসায়ী পাঙাশটি ৭০০ টাকা কেজি দরে ৯ হাজার ৮০০ টাকায় কিনে নেন। বর্তমানে তিনি মাছটির দাম হাঁকছেন কেজি ৮০০ টাকা।

জেলে মোহাম্মদ অলি বলেন, খুব ভোরে রাবনা নদীতে জাল ফেলার কিছুক্ষণ পরই পাঙাশটি আমার জালে ধরা পড়ে৷ এত বড় পাঙাশের আগে আর আমার জালে ধরা পড়েনি। দুপুরের দিকে মাছটি বাজারে নিয়ে এলে হাসান ভাই আমার কাছ থেকে কিনে নেন। আল্লাহর কাছ শুকরিয়া আদায় করি এবং ভালো দামে বিক্রি করতে পেরে আমি আনন্দিত।

মাছ ব্যবসায়ী হাসান আলী হাওলাদার বলেন, সচরাচর এত বড় মাছ বাজারে পাওয়া যায় না। তাই মাছটি আমি ৭০০ টাকা কেজি দরে কিনেছি। এখন ৮০০ টাকা কেজি দরে হলে বিক্রি করব। কারণ এটির খাজনাও দিতে হবে। এই দামে বিক্রি করতে না পারলে মাছটি ঢাকায় পাঠিয়ে দেব।

কলাপাড়ার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশসহ মাছের প্রজননের জন্য সাগর ও নদীতে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা ছিল। এই অবরোধ সফল হয়েছে। তাই জেলেরা বড় বড় মাছ পাচ্ছেন। আশা করছি জেলেদের জালে পাঙাশসহ আরও বড় বড় মাছ ধরা পড়বে।

Read Entire Article