ইরানের সঙ্গে যুদ্ধবিরতি জোরালোভাবে ‘মেনে চলা’ হবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।
একই সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইরান যদি পারমাণবিক কর্মসূচি পুনর্নির্মাণের চেষ্টা করে, তাহলে ইসরায়েল আবারও ব্যবস্থা নেবে।
এছাড়া ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেন, আমি জোর দিয়ে বলেছি যে, ইসরায়েল যুদ্ধবিরতিকে সম্মান জানাবে, যতক্ষণ না পর্যন্ত অন্য পক্ষ তা ভঙ্গ করে।
মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের সঙ্গে ফোনালাপের পর এ মন্তব্য করলেন কাটজ।
এর আগে এক্সে একটি পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান কাটজ। তিনি বলেন, ইরানের পারমাণবিক হুমকির বিরুদ্ধে ইসরায়েলের সঙ্গে কাজ করার সাহসী সিদ্ধান্তের জন্য মার্কিন মিত্রকে ধন্যবাদ জানাই।
এদিকে ইরানকে নেতানিয়াহু বলেন, পারমাণবিক স্থাপনা ক্ষতির পর ইরান যদি তার পারমাণবিক কর্মসূচি পুনরুদ্ধারের চেষ্টা করে তবে ইসরায়েল পদক্ষেপ নেবে।
অপরদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানায়, ইসরায়েলের সঙ্গে ‘১২ দিনের যুদ্ধের সমাপ্তি’ ঘোষণা করেছে ইরান।
দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, আমাদের মহান জাতির বীরত্বপূর্ণ প্রতিরোধের পর, আমরা একটি যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করছি। একই সঙ্গে ইসরায়েলের উস্কানির এই ১২ দিনের যুদ্ধের সমাপ্তি প্রত্যক্ষ করছি।
সূত্র: আল জাজিরা
জেডএইচ/