জোড়া গোল করে নতুন উদযাপন রোনালদোর (ভিডিও)

2 days ago 4

বয়সটা বসে নেই। ৫ ফেব্রুয়ারি ৪০ বছরে পা রাখবেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু তাতে যেন থোড়াই কেয়ার পর্তুগিজ যুবরাজের। এই বয়সেও মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন তরুণদের মতো। সোমবার রাতেও করেছেন জোড়া গোল।

এএফসি চ্যাম্পিয়নস লিগে রোনালদোর জোড়া গোলে ভর করেই আল ওয়াসলের বিপক্ষে বড় জয় পেয়েছে আল নাসর। ম্যাচটা তারা জিতেছে ৪-০ গোলে।

দাপট দেখিয়ে খেলা ম্যাচে ২৫ মিনিটে আল নাসরকে এগিয়ে দেন আলি আলহাসান। হাফটাইমের ঠিক আগে (৪৪ মিনিটে) পেনাল্টি থেকে দলের দ্বিতীয় গোলটি করেন রোনালদো।

Ronaldo celebrationpic.twitter.com/UlDBWWVpub

— Ali (@11l_p) February 3, 2025

এরপর ৭৮ মিনিটে সাদিও মানের ক্রসে দুর্দান্ত এক হেডে রোনালদো করেন নিজের দ্বিতীয় গোল। এটি চলতি মৌসুমে আল নাসরের হয়ে রোনালদোর ২৫ ম্যাচে ২৩তম এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ৫ ম্যাচে ষষ্ঠ গোল।

৮৮ মিনিটে ব্যবধান ৪-০ করেন মোহাম্মদ আল ফাতিল। শেষ পর্যন্ত এক হালি গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে আল নাসর।

এমএমআর/জেআইএম

Read Entire Article