জয়পুরহাটের ক্ষেতলালে কালবেলার ৩য় বর্ষপূর্তি উদযাপন

2 hours ago 5
বর্ণাঢ্য আয়োজনে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় পাঠকনন্দিত জাতীয় দৈনিক কালবেলার তৃতীয় বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।  রোববার (১৯ অক্টোবর) বিকেল ৫টায় ক্ষেতলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ হলরুমে এ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। কালবেলার ক্ষেতলাল প্রতিনিধি আমানুল্লাহ আমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত। বিশেষ অতিথির বক্তব্য দেন ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল করিম। ক্ষেতলাল প্রেস ক্লাবের সহসভাপতি রুমি চৌধুরীর সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন ক্ষেতলাল প্রেস ক্লাবের সভাপতি আজিজার রহমান, সাধারণ সম্পাদক হাসান আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার বাবলু কুমার মণ্ডল, ক্ষেতলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সায়ফুল ইসলাম, ইটাখোলা টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ জিএম কিবরিয়া, বড়তারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলাম এবং বড়তারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের আকন্দ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফারুক হোসেন, উপজেলা গ্রাম আদালত কর্মকর্তা আনন্দ শীল, নাগরিক টেলিভিশনের জয়পুরহাট প্রতিনিধি মাহফুজ রহমান, ঢাকা পোস্টের জয়পুরহাট প্রতিনিধি চম্পক কুমারসহ জেলা-উপজেলার বিভিন্ন গণমাধ্যম কর্মীরা। অনুষ্ঠানে বক্তারা দৈনিক কালবেলার নিরপেক্ষ সাংবাদিকতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সমাজ উন্নয়নমূলক ভূমিকার প্রশংসা করেন। তারা আশা প্রকাশ করেন, আগামীতেও পত্রিকাটি সত্য ও ন্যায়ের পক্ষে অগ্রণী ভূমিকা পালন করবে। শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে অতিথিরা পত্রিকার সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন।
Read Entire Article