জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

বিশ্বকাপের সুপার সিক্সের টিকিট কাটতে হলে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের আজ জয়ের কোনো বিকল্প নেই। হারারের তাকাশিঙ্গা স্পোর্টস ক্লাবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে আজিজুল হাকিম তামিমের দল অবশ্য অর্ধেক কাজ সেরে ফেলেছে। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ১৯৯ রানেই যে গুটিয়ে গেছে যুক্তরাষ্ট্রের ইনিংস। এর ফলে ২০০ রান করলেই জয়ের বন্দরে পৌঁছে যাবে বাংলাদেশ। টস জিতে আজ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। আগে ব্যাটিং পাওয়া যুক্তরাষ্ট্র ২.৫ ওভারে ২ উইকেটে ৬ রানে পরিণত হয় যুক্তরাষ্ট্র। টপ অর্ডারের দুই ব্যাটার অমরিন্দর গিল, অর্জুন মহেশ দুজনেই ১ রান করে আউট হয়েছেন। তৃতীয় উইকেটে ৯০ বলে ৫১ রানের জুটি গড়েন উৎকর্ষ শ্রীবাস্তব ও সাহিল গার্গ। ১৮তম ওভারের পঞ্চম বলে সাহিলকে (৩৫) ফিরিয়ে জুটি ভাঙেন শাহরিয়ার আহমেদ। সাহিলের ফেরার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা যুক্তরাষ্ট্র একপর্যায়ে ৩৯.৪ ওভারে ৭ উইকেটে ১২৮ রানে পরিণত হয়। ১৫০ রানে অলআউট হওয়ার শঙ্কা যখন কাজ করছিল, তখন আদনিত ঝাম্ব ও আদিত কাপ্পা প্রতিরোধ গড়েন। ঝাম্ব-কাপ্পা অষ্টম উইকেটে ৯০ বলে ৫১ রানের জুটি গড়েন। যদিও পুরো ৫০ ওভার ব্যাটিং করে ২০০ রান স্ক

জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

বিশ্বকাপের সুপার সিক্সের টিকিট কাটতে হলে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের আজ জয়ের কোনো বিকল্প নেই। হারারের তাকাশিঙ্গা স্পোর্টস ক্লাবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে আজিজুল হাকিম তামিমের দল অবশ্য অর্ধেক কাজ সেরে ফেলেছে। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ১৯৯ রানেই যে গুটিয়ে গেছে যুক্তরাষ্ট্রের ইনিংস। এর ফলে ২০০ রান করলেই জয়ের বন্দরে পৌঁছে যাবে বাংলাদেশ।

টস জিতে আজ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। আগে ব্যাটিং পাওয়া যুক্তরাষ্ট্র ২.৫ ওভারে ২ উইকেটে ৬ রানে পরিণত হয় যুক্তরাষ্ট্র। টপ অর্ডারের দুই ব্যাটার অমরিন্দর গিল, অর্জুন মহেশ দুজনেই ১ রান করে আউট হয়েছেন। তৃতীয় উইকেটে ৯০ বলে ৫১ রানের জুটি গড়েন উৎকর্ষ শ্রীবাস্তব ও সাহিল গার্গ। ১৮তম ওভারের পঞ্চম বলে সাহিলকে (৩৫) ফিরিয়ে জুটি ভাঙেন শাহরিয়ার আহমেদ।

সাহিলের ফেরার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা যুক্তরাষ্ট্র একপর্যায়ে ৩৯.৪ ওভারে ৭ উইকেটে ১২৮ রানে পরিণত হয়। ১৫০ রানে অলআউট হওয়ার শঙ্কা যখন কাজ করছিল, তখন আদনিত ঝাম্ব ও আদিত কাপ্পা প্রতিরোধ গড়েন। ঝাম্ব-কাপ্পা অষ্টম উইকেটে ৯০ বলে ৫১ রানের জুটি গড়েন। যদিও পুরো ৫০ ওভার ব্যাটিং করে ২০০ রান স্কোরবোর্ডে জমা করতে পারেনি যুক্তরাষ্ট্র। সব উইকেট হারিয়ে করেছে ১৯৯ রান। ইনিংস সর্বোচ্চ ৬৮ রান করে অপরাজিত থাকেন ঝাম্ব। ৭ নম্বরে নেমে ৬৯ বলে ৩ চার ও ১ ছক্কায় করেন ৬৮ রান।

বাংলাদেশের ইকবাল হোসেন ইমন ১০ ওভারে ৪১ রানে নিয়েছেন ৩ উইকেট। দুটি করে উইকেট পেয়েছেন আল ফাহাদ, শাহরিয়ার আহমেদ ও রিজান হোসেন। এই ম্যাচ পরিত্যক্ত হলেও বাংলাদেশ উঠে যাবে সুপার সিক্সে। তখন বাংলাদেশ, যুক্তরাষ্ট্র দুই দলের পয়েন্ট ২ হলেও নেট রানরেটে এগিয়ে থেকে পরের রাউন্ডে উঠবে বাংলাদেশ।
তবে যুক্তরাষ্ট্রের ছুড়ে দেওয়া ১৯৯ রানের লক্ষ্যে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোন উইকেট না হারিয়েই ১৪ ওভারে ৭৮ রান সংগ্রহ করেছে আজিজুল হক তামিমের দল। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow