ঝর্ণায় পিছলে খাদে ৬ নারী, অতঃপর...

2 months ago 7

ঝর্ণায় ঘুরতে গিয়ে ভয়াবহ বিপদে পড়েছেন ছয় নারী। তবে অল্পের জন্য তারা প্রাণে রক্ষা পেয়েছেন। তীব্র স্রোতে ভেসে যান তারা। তবে শেষ মুহূর্তে তাদের উদ্ধার করা হয়েছে। 

সোমবার (৩০ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, ভেসে যাওয়ার পর আলৌকিকভাবে ওই নারীরা উদ্ধার হয়েছেন। রোববার তাদের ভেসে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভারতের বিহার রাজ্যের গয়া জেলার লাঙ্গুরিয়া পাহাড়ের ঝর্ণায় এ ঘটনা ঘটেছে। 

প্রায় দুই মিনিটের এই ভিডিওতে দেখা যায়, ছয়জন নারী ঝর্ণার মাঝখানে আটকা পড়েছেন। এ সময় তাদের চারপাশে পানি তীব্র গতিতে প্রবাহিত হচ্ছে। প্রথমে একজন নারী একটি পাথরের ওপর দিয়ে পার হয়ে নিরাপদে উদ্ধার হন। একইভাবে, আরও তিনজন নারী পাথর পার হওয়ার চেষ্টা করেন, কিন্তু পানির স্রোতে ভেসে যান।  এসময় বিশাল খাদে পড়ার আগমুহূর্তে গ্রামবাসী তাদের উদ্ধার করেন। 

প্রতিবেদনে বলা হয়েছে, ঝর্ণার অন্য পাশ থেকে পঞ্চম নারীকে উদ্ধার করা হয়েছে। এরপর ষষ্ঠ নারীকেও কিছুক্ষণ পর ঝর্ণার মাঝধান থেকে উদ্ধার করা হয়েছে। 

এনডিটিভি জানিয়েছে, উদ্ধার অভিযানের সময় একজন নারী পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে আহত হয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, স্বাভাবিক আবহাওয়ার কারণে অনেকেই ঝর্ণায় উপভোগ করছিলেন। হঠাৎ করে পাহাড় থেকে পানির তীব্র স্রোত নেমে আসে, যার ফলে পর্যটকরা আতঙ্কিত হয়ে পড়েন। তারা ছোটাছুটি শুরু করেন। 

গ্রামবাসীরা জানিয়েছেন, লাঙ্গুরিয়া ঝর্ণায় এমন তীব্র পানির স্রোত তারা এর আগে কখনো দেখেননি।
 

Read Entire Article