ঝিনাইদহে কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

2 months ago 8

ঝিনাইদহ সদরে ১২ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

রোববার (২৯) দুপুরে উত্তর সমশপুর গ্রামে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় বিষয়টি জানাজানি হলে রাত সাড়ে ৯টার দিকে ওই কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় রোববার (২৯ জুন) দিনগত রাত ১টার দিকে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে সদর থানায় তানভীর হোসেন ওরফে সোহেল মণ্ডল (৩১) নামে এক যুবককে আসামি করে ধর্ষণ মামলা করেন। মামলার পর অভিযুক্ত তানভীর হোসেন আটক করেছে পুলিশ।

মামলার এজাহারে বলা হয়েছে, রোববার দুপুরে ১২ বছর বয়সী ওই কিশোরী প্রতিবেশী তানভীর হোসেন ওরফে সোহেল মণ্ডলের বাড়িতে যায়। সেসময় সোহেল ওই কিশোরীকে নিজের ঘরে ডেকে নিয়ে মুখ চেপে ধরে ধর্ষণ করে। এরপর বাড়ি ফিরে সন্ধ্যায় কিশোরী অসুস্থ হয়ে পড়লে ঘটনাটি সে তার মাকে জানায়। পরে রাতেই সদর থানায় অভিযোগ করেন ভুক্তভোগী কিশোরীর মা।

ভুক্তভোগী কিশোরীর মা বলেন, প্রতিবেশী সোহেল ঘরে ডেকে নিয়ে এই পাশবিক নির্যাতন করেছে। আমি এ ঘটনায় সঠিক বিচার চাই।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, থানায় মামলার পর অভিযুক্ত সোহেল মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে।

শাহজাহান নবীন/এমএন/জেআইএম

Read Entire Article