ঝিনাইদহে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
ঝিনাইদহের কালীগঞ্জ পুকুরে গোসল করতে নেমে ফাতেমা খাতুন (৮) ও তাসমিম খাতুন (১১) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ সময় জিম খাতুন (১০) নামের এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার বেথুলী গ্রামে এ ঘটনা ঘটে।
ফাতেমা খাতুন উপজেলার বেথুলী গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে ও তাসমিম খাতুন উপজেলার আলাইপুর গ্রামের আব্দুল বারীর মেয়ে। জীবিত উদ্ধার হওয়া জিম খাতুন বেথুলী গ্রামের মোফাজ্জেল হোসেনের মেয়ে।
স্থানীয় দুখু মিয়া জানান, দুপুর ১টার দিকে ফাতেমা, তাসমিম ও জিম গ্রামের একটি পুকুরে গোসল করতে নামে। কিছু সময় পর তারা পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা দ্রুত পুকুরে নেমে ফাতেমা খাতুনের মরদেহ উদ্ধার করে ও জিম খাতুনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। নিখোঁজ ছিল তাসমিম খাতুন। অনেক খোঁজাখুঁজি করে তাসমিম খাতুনকে উদ্ধার করতে ব্যর্থ হয় স্থানীয়রা। পরে খুলনা থেকে ডুবুরি দল গিয়ে ৬ ঘণ্টা পর তাসমিম খাতুনের মরদেহ উদ্ধার করে।
কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম জানান, তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটা অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।