ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নলডাঙ্গা গ্রামে মেছো বিড়ালকে পিটিয়ে হত্যা ও হত্যার পর ঝুলিয়ে রাখার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন ঝিনাইদহ সদর উপজেলার খেদাপাড়া গ্রামের ইজিবাইকচালক জাহিদুল ইসলাম (৩৫) ও খড়াশুনি গ্রামের মোশারফ হোসেন (৬০)।
এর আগে শুক্রবার (২০ ডিসেম্ব) বন্যপ্রাণী হত্যার অভিযোগে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন যশোর শার্শা ওয়াইল্ড লাইফ কন্ট্রোল ইউনিটের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে কালীগঞ্জ-নলডাঙ্গা সড়কের কাদিপুর এলাকায় পিটিয়ে একটি মেছো বিড়াল মারা হয়। পরে ইজিবাইকচালক জাহিদুল ইসলাম তার গাড়িতে করে মৃত বিড়ালটিকে বাজারে ইজিবাইক স্ট্যান্ডে নিয়ে যান। সেখানে একটি দোকানের সামনে খুঁটির সঙ্গে বেঁধে গলায় ফুলের মালা দেন। এমনকি মরা মেছো বিড়ালের মুখে সিগারেট ও সামনে চায়ের কাপ রেখে দেওয়া হয়। সেখানে একটি লাঠিতে লাগানো কাগজে ‘মুক্তিযোদ্ধা’ লেখা ছবি তোলেন জাহিদুল ইসলাম।
পরে এ-সংক্রান্ত ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এটা দেখে বন বিভাগের সব ইউনিটের কর্মকর্তারা শুক্রবার ঘটনাস্থলে যান। তারা সরেজমিন তদন্ত করে থানায় অভিযোগ দেন।
আঞ্চলিক বন সংরক্ষক জহির আকন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি দেখে সেখানে কর্মকর্তাদের পাঠানো হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ আসামিদের গ্রেফতার করেছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম হাওলাদার বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তার লিখিত অভিযোগের পর দুজনকে গ্রেফতার করা হয়েছে।
আব্দুল্লাহ আল মাসুদ/এসআর