ঝিনাইদহের ট্রাকচাপায় নারী নিহত

3 months ago 36

ঝিনাইদহের শৈলকূপায় ট্রাকচাপায় শাহিনা খাতুন (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। শনিবার (৩১ মে) সকালে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের গাবলা গ্রামের ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহিনা খাতুন ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকার আশরাফুল ইসলামের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে শাহিনা খাতুন শহর থেকে বাবার বাড়ি শৈলকূপা উপজেলার বড়দাহ গ্রামে যাচ্ছিলেন। পথে গাবলা এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি শনাক্ত করার চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শাহজাহান নবীন/এমএন/এমএস

Read Entire Article