টাঙ্গাইলে ত্রাণ নিতে গিয়ে হিট স্ট্রোকে নারীর মৃত্যু, অসুস্থ ৪

3 months ago 12

টাঙ্গাইলের বাসাইলে ত্রাণ নিতে গিয়ে হিট স্ট্রোকে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়েছেন আরও চারজন।

মঙ্গলবার (৩ জুন) দুপুরে বাসাইল উপজেলা পরিষদ কেন্দ্রীয় মাঠে এ ঘটনা ঘটে।

নিহতের নাম আমেনা বেগম। তিনি বাসাইল উপজেলার করাতিপাড়া গ্রামের মৃত ফারুক আহমেদের স্ত্রী।

স্থানীরা জানান, লাবিব গ্রুপের পক্ষ থেকে ঈদ উপলক্ষে দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ চলছিল। প্রচণ্ড গরমে তাদের অনেকেই হিট স্ট্রোকে আক্রান্ত হন। আহত কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে আমেনা বেগমকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এ ঘটনায় হাসপাতালে তিনজনকে ভর্তি করা হয়েছে এবং একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, গরমের কারণে ত্রাণ নিতে আসা লোকজনদের মধ্যে কেউ কেউ অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে একজন মারা যান। পরবর্তীতে গাছের ছায়ায় নিচে ত্রাণ বিতরণের ব্যবস্থা করা হয়।

আব্দুল্লাহ আল নোমান/জেডএইচ/এমএস

Read Entire Article