টানা দুই ফাইনালে হারের পর গ্র্যান্ড স্লামের দেখা পেলেন সাবালেঙ্কা

21 hours ago 2
২০২৫ সালের অস্ট্রেলিয়ান ওপেন এবং ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে হেরেছিলেন বেলারুশের তারকা আরিনা সাবালেঙ্কা। অবশেষে বছরের শেষ গ্র্যান্ড স্লাম জিতে ট্রফি জেতার আক্ষেপ ঘোচালেন তিনি। শনিবার ইউএস ওপেনের নারী এককের ফাইনালে যুক্তরাষ্ট্রের আমান্দা আনিসিমোভাকে ৬-৩, ৭-৬ (৭-৩) গেমে হারিয়ে ট্রফি জিতেছেন বেলারুশের ২৭ বছর বয়সী এই টেনিস তারকা।  যুক্তরাষ্ট্রের অষ্টম বাছাই আনিসিমোভা দারুণ পারফরম্যান্সে সাবালেঙ্কার লড়াইকে কঠিন করে তোলেন। তবে দ্বিতীয় গেম সরাসরি জিততে না পারলেও ঘুরে দাঁড়িয়ে টাইব্রেকারে জয় আদায় করে নেন সাবালেঙ্কা। জেতেন টানা দ্বিতীয় ইউএস ওপেন এবং ক্যারিয়ারের চতুর্থ গ্র্যান্ড স্লাম। ইউএস ওপেন জয়ের বেলারুশের তারকা এই টেনিস তারকা বলেন, ‘ওই দুটি ফাইনালে আমি আমার আবেগের ওপর নিয়ন্ত্রণ হারিয়েছিলাম। আমি চাইনি এবারও এমন কিছু ঘটুক। কিছু মুহূর্তে নিয়ন্ত্রণ হারানোর কাছাকাছি চলে গিয়েছিলাম, তবে শান্ত থাকতে পেরেছিলাম।’ আনিসিমোভার প্রতি শুভ কামনা জানিয়ে সাবালেঙ্কা আরও বলেন, ‘আমি জানি ফাইনাল হারলে কতটা খারাপ অনুভব হয়। এই বেদনাদায়ক হারের পরই তুমি এর আনন্দ আরও বেশি উপভোগ করবে।’ সাবালেঙ্কার মতো এ বছর দুই ফাইনাল হেরেছেন আনিসিমোভাও। উইম্বলডনেও হেরে যাওয়া যুক্তরাষ্ট্রের ২৪ বছর বয়সি এই টেনিস তারকা এখনও প্রথম গ্র্যান্ড স্লামের অপেক্ষায়।   
Read Entire Article