টানা ১২ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া ৭নং ফেরিঘাট চালু

4 hours ago 3

একটানা ১২ ঘণ্টা বন্ধ থাকার পর রাজবাড়ী জেলার দৌলতদিয়া ৭ নং ফেরিঘাট চালু হয়েছে। এর আগে, শনিবার (২১ ডিসেম্বর) মধ্যরাতে দৌলতদিয়া ৭ নং ফেরিঘাটের পল্টন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে বিআইডব্লিটিসি কর্তৃপক্ষ। পরে উদ্ধার কাজ শেষে রোববার (২২ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া প্রান্তের ৭ নং ফেরিঘাটটি চালু করে বিআইডব্লিটিসি কতৃপক্ষ।

জানা গেছে, শনিবার রাত দেড়টার দিকে সংযোগ সড়ক থেকে ফেরিতে উঠার সময় কার্ভাডভ্যান ট্রাক গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পল্টনে আটকে যায়। আর এ ঘটনায় গভীর রাত থেকে ঘাটের ৭ নং ফেরিঘাটের পল্টন বন্ধ থাকে। এ সময় অল্পের জন্য প্রাণে রক্ষা পান ট্রাকের চালক ও সহকারী। পরে উদ্ধারে কাজ শুরু করে ফেরিঘাট কর্তৃপক্ষ।

বিআইডব্লিটিসি কতৃপক্ষ কালবেলাকে জানায়, দুর্ঘটনা কবলিত গাড়িটি রাত দেড়টার দিকে ফেরি লোড হওয়ার সময় গাড়ীটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেরিতে না উঠে পাশে পল্টনে আটকে যায়। গাড়িটি যেন নদীতে পড়ে না যায় এবং সম্পদের যেন ক্ষতি না হয় সেজন্য রাত দেড়টার পর থেকে ঘাটটি বন্ধ রাখা হয়েছে। তবে কোনো নিখোঁজ ও জীবনহানির ঘটনা ঘটেনি। পরে উদ্ধার কার্যক্রম শেষে গাড়িটি উঠানো হয়েছে এবং ঘাটের ৭নং ফেরিঘাটটি সচল করা হয়েছে। 

বিআইডব্লিটিসি দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয়ের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন কালবেলাকে জানান, দুর্ঘটনা এড়াতে রোববার রাত দেড়টার সময় থেকে ৭নং ফেরিঘাট বন্ধ রাখা হয়। বর্তমানে ঘাটটি চালু রয়েছে। ৩, ৪ ও ৭ নং ফেরিঘাট বর্তমানে সচল রয়েছে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমানে ছোট বড় মিলে মোট ১৪টি ফেরি চলাচল করছে। আর এ ফেরিগুলো দিয়েই যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।

Read Entire Article