আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক। ৩৫ বছর বয়সী এই বোলার বাংলাদেশ সময় মঙ্গলবার ভোরে এই ঘোষণা দেন। মূলত, ওয়ানডে ও টেস্ট ফরম্যাটে মনোযোগ দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
স্টার্ক অস্ট্রেলিয়ার জার্সিতে এখন পর্যন্ত ৬৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্যও ছিলেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৭৯টি উইকেটের মালিক তিনি। দেশটির ইতিহাসে টি-টোয়েন্টি ফরম্যাটে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটের মালিক তিনি। তার ওপরে রয়েছে কেবল জাম্পা। উইন্ডিজের বিপক্ষে ২০ রানে ৪ উইকেট স্টার্কের ক্যারিয়ারসেরা বোলিং ফিগার।
টেস্ট ক্রিকেটের গুরুত্ব সবসময়ই বেশি ছিল স্টার্কের কাছে। সেটি উল্লেখ করে অবসরের ঘোষণা দিয়ে অজি এই পেসার লিখেন, ‘টেস্ট ক্রিকেট আমার কাছে সব সময়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়ার হয়ে খেলা প্রতিটি টি-টোয়েন্টি ম্যাচ আমি উপভোগ করেছি। বিশেষ করে ২০২১ বিশ্বকাপ। শুধু শিরোপা জয়ের জন্যই নয়, বরং অসাধারণ সতীর্থ আর দারুণ স্মৃতিগুলোর জন্যও বেশ উপভোগ্য ছিল।’
আগামী বছর অস্ট্রেলিয়ার বেশ ব্যস্ত সূচি রয়েছে। টেস্ট ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজ, নিউজিল্যান্ডের বিপক্ষে চার টেস্টের সিরিজ, দক্ষিণ আফ্রিকা সফর, ভারতের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজ, ইংল্যান্ডের বিপক্ষে ১৫০ বছর পূর্তির বিশেষ ম্যাচ এবং ইংলিশদের মাটিতে অ্যাশেজ রয়েছে অজিদের।
এদিকে স্টার্কের এমন সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন অস্ট্রেলিয়ার নির্বাচক জর্জ বেইলি। অজি এই পেসারের অবদান অস্ট্রেলিয়া ক্রিকেটে স্মরণীয় হয়ে থাকবে বলেও উল্লেখ করেন বেইলি।