টি-টোয়েন্টিতে দ্রুততম ১৫০, ভাঙলেন গেইলের ছক্কার রেকর্ডও

2 months ago 119

নিউজিল্যান্ডের ওপেনার ফিন অ্যালেন টি-টোয়েন্টি ক্রিকেটে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার বিশ্ব রেকর্ড গড়েছেন। যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের হয়ে খেলতে নেমে ওয়াশিংটন ফ্রিডমের বিপক্ষে মাত্র ৫১ বলে ১৫১ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন তিনি।

অ্যালেনের এই বিধ্বংসী ইনিংসে ছিল ১৯ ছক্কা এবং ৫টি চারের মার। এই পারফরম্যান্সের মাধ্যমে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ক্রিস গেইল ও সাহিল চৌহানের যৌথভাবে করা এক ইনিংসে ১৮ ছয়ের আগের রেকর্ডটি ভেঙে ফেলেন।

ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ড কলিজিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে অ্যালেন পাওয়ারপ্লের মধ্যেই ১৪ বলে ৪০ রান করেন, মারেন ৫টি ছক্কা। ২৬ বছর বয়সী এই ব্যাটার মাত্র ২০ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন। এরপর এক ওভারে ৩টি ছক্কা মেরে মাত্র ৩৪ বলে পৌঁছে যান শতকে। যা মেজর লিগের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এবং কোনো নিউজিল্যান্ড ব্যাটারের দ্রুততম টি-টোয়েন্টি শতক।

এরপর আরও পাঁচটি ছক্কা হাঁকিয়ে ১৭তম ওভারে টি-টোয়েন্টি ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ ছয়ের রেকর্ড গড়েন অ্যালেন। ১৮তম ওভারের প্রথম বলে তিনি আউট হন। এর আগেই রেকর্ডবুকে নিজের নাম তুলে ফেলেন।

অ্যালেন ১৯টি ছক্কায় ৪৯ বলে পূর্ণ করেন ১৫০ রান, যা টি-টোয়েন্টি ইতিহাসে দ্রুততম ১৫০। তার স্ট্রাইক রেট ছিল ২৯৬.০৮।

গত বছরের ফাইনাল ম্যাচের পুনরাবৃত্তিতে সান ফ্রান্সিসকো ২০ ওভারে ৫ উইকেটে ২৬৯ রান করে, যা যুক্তরাষ্ট্রে পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। দলের দ্বিতীয় সর্বোচ্চ রান ছিল হাসান খানের (৩৮) এবং সঞ্জয় কৃষ্ণমূর্তির (৩৬)।

এর আগেও গেল জানুয়ারিতে অ্যালেন নিউজিল্যান্ডের হয়ে পাকিস্তানের বিপক্ষে মাত্র ৬২ বলে ১৩৭ রান করে ব্রেন্ডন ম্যাককালামের টি-টোয়েন্টি রেকর্ড ভেঙেছিলেন। সেই ইনিংসেও তিনি ১৬টি ছক্কা মারেন, যা আফগানিস্তানের হজরতউল্লাহ জাজাইয়ের রেকর্ডের সমান।

টি-টোয়েন্টি ইনিংসে সর্বোচ্চ ছক্কা:

১৯টি ছক্কা– ফিন অ্যালেন (সান ফ্রান্সিসকো ইউনিকর্নস বনাম ওয়াশিংটন ফ্রিডম), ২০২৫
১৮টি ছক্কা – ক্রিস গেইল (রংপুর রাইডার্স বনাম ঢাকা ডাইনামাইটস), ২০১৭
১৮টি ছক্কা – সাহিল চৌহান (এস্তোনিয়া বনাম সাইপ্রাস), ২০২৪

এমএইচ/

Read Entire Article