টি-টোয়েন্টিতে মালয়েশিয়ার অলরাউন্ডারের বিরল কীর্তি

টি-টোয়েন্টি ক্রিকেটে বিরল এক ইতিহাস গড়লেন মালয়েশিয়ার অলরাউন্ডার বীরানদীপ সিং। বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে তিনি ছুঁয়েছেন ৩০০০ রান ও ১০০ উইকেটের অনন্য ডাবল মাইলফলক। আজ কুয়ালালামপুরে মিনি এসইএ ক্রিকেট টুর্নামেন্টের ম্যাচে বাহরাইনের বিপক্ষে মাঠে নামেন বীরানদীপ। ম্যাচ শুরুর আগে তার টি-টোয়েন্টি ক্যারিয়ারে উইকেট ছিল ৯৯টি। তাই ইতিহাস স্পর্শ করা ছিল সময়ের ব্যাপার। বাহরাইনের তিন ব্যাটারকে আউট করেই তিনি উইকেটের সেঞ্চুরি পূর্ণ করেন। এর আগে, চলতি বছরের জুলাইয়ে এশিয়া প্যাসিফিক ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফিতে সামোয়ার বিপক্ষে ৩৬ রানের ইনিংস খেলে তিনি স্পর্শ করেন ৩ হাজার রানের মাইলফলক। আজ বাহরাইনের বিপক্ষে ৪ উইকেটের জয়ে ব্যাট হাতে করেন ২৩ রান। ফলে তার মোট রান এখন দাঁড়িয়েছে ৩১০৬, আর উইকেট ১০২— টি-টোয়েন্টির ইতিহাসে একমাত্র ক্রিকেটার হিসেবে এই অনন্য ডাবল কীর্তির মালিক তিনি। মাত্র ২৬ বছর বয়সেই এমন অর্জন বীরানদীপকে তুলে ধরেছে আলোচনায়। তার পথ ধরে এগোচ্ছেন জিম্বাবুয়ের বহুমুখী অলরাউন্ডার সিকান্দার রাজা, যার নামের পাশে রয়েছে ২৮৪৬ রান ও ১০২ উইকেট।

টি-টোয়েন্টিতে মালয়েশিয়ার অলরাউন্ডারের বিরল কীর্তি
টি-টোয়েন্টি ক্রিকেটে বিরল এক ইতিহাস গড়লেন মালয়েশিয়ার অলরাউন্ডার বীরানদীপ সিং। বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে তিনি ছুঁয়েছেন ৩০০০ রান ও ১০০ উইকেটের অনন্য ডাবল মাইলফলক। আজ কুয়ালালামপুরে মিনি এসইএ ক্রিকেট টুর্নামেন্টের ম্যাচে বাহরাইনের বিপক্ষে মাঠে নামেন বীরানদীপ। ম্যাচ শুরুর আগে তার টি-টোয়েন্টি ক্যারিয়ারে উইকেট ছিল ৯৯টি। তাই ইতিহাস স্পর্শ করা ছিল সময়ের ব্যাপার। বাহরাইনের তিন ব্যাটারকে আউট করেই তিনি উইকেটের সেঞ্চুরি পূর্ণ করেন। এর আগে, চলতি বছরের জুলাইয়ে এশিয়া প্যাসিফিক ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফিতে সামোয়ার বিপক্ষে ৩৬ রানের ইনিংস খেলে তিনি স্পর্শ করেন ৩ হাজার রানের মাইলফলক। আজ বাহরাইনের বিপক্ষে ৪ উইকেটের জয়ে ব্যাট হাতে করেন ২৩ রান। ফলে তার মোট রান এখন দাঁড়িয়েছে ৩১০৬, আর উইকেট ১০২— টি-টোয়েন্টির ইতিহাসে একমাত্র ক্রিকেটার হিসেবে এই অনন্য ডাবল কীর্তির মালিক তিনি। মাত্র ২৬ বছর বয়সেই এমন অর্জন বীরানদীপকে তুলে ধরেছে আলোচনায়। তার পথ ধরে এগোচ্ছেন জিম্বাবুয়ের বহুমুখী অলরাউন্ডার সিকান্দার রাজা, যার নামের পাশে রয়েছে ২৮৪৬ রান ও ১০২ উইকেট।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow