টিউলিপকে নিয়ে ইলন মাস্কের পোস্ট, লিখলেন দুর্নীতিবাজ

4 days ago 10

বাংলাদেশে দুর্নীতির একাধিক অভিযোগে তদন্ত শুরুর পর, যুক্তরাজ্যের লেবার পার্টির মন্ত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছিলেন। এবার, যুক্তরাষ্ট্রের শীর্ষ ধনকুবের ও নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্ক টিউলিপ সিদ্দিককে ‘দুর্নীতিবাজ’ হিসেবে আখ্যা দিয়েছেন।

ইলন মাস্ক তার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ১৫ জানুয়ারি সন্ধ্যায় একটি টুইট শেয়ার করেন, যেখানে তিনি টিউলিপ সিদ্দিকের পদত্যাগের বিষয়ে মন্তব্য করেন। শেয়ার করা টুইটের ক্যাপশনে ইলন মাস্ক লেখেন, ‘লেবার পার্টির শিশুকল্যাণমন্ত্রী শিশু নিগ্রহকারীদের নিরাপত্তা দেয় এবং দুর্নীতিবিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিবাজ।’

টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতিবিষয়ক মিনিস্টার (ইকোনমিক সেক্রেটারি) ছিলেন। তার ওপর ছিল দেশের আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্ব। কিন্তু বাংলাদেশে দুর্নীতির একটি মামলায় তার মা, ভাইবোন এবং খালার পাশাপাশি তাকে অভিযুক্ত করা হয়েছে। এই বিষয়টি গণমাধ্যমে আসার পর থেকেই তার ওপর পদত্যাগের চাপ বাড়ছিল। যদিও টিউলিপ সিদ্দিক এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

Read Entire Article