টিকটক করার সময় ট্রেনের ধাক্কা, অতঃপর...

3 hours ago 5

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশনে টিকটক ভিডিও করার সময় ট্রেনের নিচে পড়ে নুর ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুর ইসলাম (৩৫) সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ গ্রামের শামসুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে স্টেশনে মোবাইল ফোন দিয়ে টিকটক ভিডিও ধারণ করছিলেন নূর ইসলাম। এ সময় ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেন এসে চাপা দিলে তিনি প্ল্যাটফর্মে পড়ে যান। এতে তার ডান হাত থেতলে যায় এবং মাথায় গুরুতর আঘাত পেয়ে রক্তাক্ত জখম হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাদির-উজ-জামান কালবেলাকে বলেন, রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।

Read Entire Article