টেকনাফে ডাম্পট্রাকের ধাক্কায় রোহিঙ্গা জেলে নিহত

3 months ago 13

কক্সবাজার-টেকনাফ হাইওয়ে সড়কে মাটিবোঝাই ডাম্পট্রাকের ধাক্কায় নুরুল ইসলাম (৫০) নামে এক রোহিঙ্গা জেলে নিহত হয়েছেন।

শনিবার (১৭ মে) সকালে টেকনাফের হ্নীলা লেদা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুল ইসলাম টেকনাফের হ্নীলা রোহিঙ্গা ক্যাম্পের ২৪ ডি ব্লকের মৃত আব্দু সাত্তারের ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার সকালে দ্রুতগতির মাটিবোঝাই একটি ডাম্পট্রাক লেদা টাওয়ার এলাকা দিয়ে টেকনাফের দিকে যাওয়ার সময় নাফ নদীতে মাছ শিকারে যাওয়া নুরুল ইসলাম ধাক্কা দেয়। এতে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা রোহিঙ্গার ক্যাম্পে খবর দিলে স্বজনরা এসে মরদেহ নিয়ে যান।

এ বিষয়ে টেকনাফের হোয়াইক্যং হাইওয়ে পুলিশের এসআই শামসুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

জাহাঙ্গীর আলম/এমএন/এএসএম

Read Entire Article