কক্সবাজারের টেকনাফে ছয়টি হত্যাসহ ১২টি মামলার আসামি এক রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ জুন) রাতে টেকনাফ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাইট্যং পাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার মোহাম্মদ ইসমাইল (৩৪) টেকনাফের নয়াপাড়া মুচনী রেজিস্ট্রার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আবু সুলতানের ছেলে। ১২ মামলায় পাঁচটিতে তার বিরুদ্ধে পরোয়ানা ছিল।
ওয়ারেন্ট তামিলকারী উপপরিদর্শক (এসআই) খোকন রুদ্র জানান, গ্রেফতার ইসমাইলের বিরুদ্ধে টেকনাফ থানা এলাকাসহ বিভিন্ন এলাকা থেকে অপহরণ, মুক্তিপণ আদায়সহ হত্যা ও ডাকাতির অভিযোগ রয়েছে। তার সঙ্গে রোহিঙ্গা ও স্থানীয় কোন কোন অপরাধীর যোগাযোগ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
সায়ীদ আলমগীর/এসআর