টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেও শীর্ষে উঠতে পারলো না দক্ষিণ আফ্রিকা

2 months ago 33

লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ২৭ বছরের আক্ষেপ ঘুচিয়েছে দক্ষিণ আফ্রিকা। ১৯৯৮ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর প্রথম কোনো আইসিসি সিনিয়র ট্রফি জিতেছে প্রোটিয়ারা।

এবারও যে দক্ষিণ আফ্রিকা শিরোপা জিতবে, ম্যাচের শুরুর অবস্থা দেখি সেটি বিশ্বাস করতে পারেননি ভক্তরা। শুরুর দিকে সবকিছুই মনে হচ্ছিল অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রণে। যদিও শেষ হাসি হেসেছে দক্ষিণ আফ্রিকাই।

শুধু শিরোপাই নয়, আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়েও বড় পুরস্কার পেয়েছে দক্ষিণ আফ্রিকা। ২০২৩-২০২৫ চক্রের ফাইনালের আগে তারা ছিল বিশ্ব র‌্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের পরে। প্রোটিয়াদের রেটিং ছিল ১১১।

র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দল অস্ট্রেলিয়াকে হারানোর কারণে বাড়তি গুরুত্ব পেয়েছে এই জয়। তিন রেটিং পয়েন্ট বাড়িয়ে এবার দক্ষিণ আফ্রিকা উঠে এসেছে দ্বিতীয় স্থানে, ইংল্যান্ডকে (১১৩) নিচে নামিয়ে দিয়ে। তবে অস্ট্রেলিয়া এখনও শীর্ষে, রেটিং ১২৩।

দক্ষিণ আফ্রিকার আক্ষেপ, চ্যাম্পিয়ন হয়েও তারা টেবিলের শীর্ষে উঠতে পারেনি। মূলত রেটিং পয়েন্টে অনেক বেশি পিছিয়ে থাকায় অস্ট্রেলিয়াকে টপকাতে পারেনি টেম্বা বাভুমার দল।

আগামীকাল মঙ্গলবার গলে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২০২৭ চক্রের খেলা। আপাতত এই চক্রেই এখন টেস্ট খেলুড়ে দেশগুলোর দৃষ্টি।

এমএইচ/জেআইএম

Read Entire Article