টেস্টে দ্রুততম ১৩ হাজারের রেকর্ড জো রুটের

5 months ago 31

নটিংহ্যাম টেস্টে ইংল্যান্ডের প্রথম তিন ব্যাটারই সেঞ্চুরি পেয়েছেন। জিম্বাবুয়ের বিপক্ষে ৩ উইকেটে ৪৯৮ রানের পাহাড় গড়ে প্রথম দিন শেষ করেছে ইংলিশরা।

রানবন্যার এই দিনে অবশ্য বড় ইনিংস খেলতে পারেননি জো রুট। আউট হয়ে গেছেন ৩৪ রানেই। তবে এরই মধ্যে বড় এক অর্জন নিজের নামের পাশে জুড়ে নিয়েছেন ডানহাতি এই ব্যাটার।

টেস্টের ১৩ হাজারি ক্লাবে জো রুট ঢুকেছেন সবার চেয়ে কম ম্যাচ খেলে। রুটের আগে ১৫৯ টেস্টে ১৩ হাজার রান স্পর্শ করে রেকর্ডটি নিজের কাছে রেখেছিলেন দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস। রুট ১৫৩ টেস্টেই এই রেকর্ড গড়েছেন।

এই মাইলফলক ছুঁতে রুটের দরকার ছিল মোটে ২৮ রান। ইনিংসের ৮০তম ওভারে ভিক্টর নিয়াচির বলে সিঙ্গেল নিয়ে তা স্পর্শ করেন রুট। ইংল্যান্ডের প্রথম এবং টেস্ট ক্রিকেটে পঞ্চম ব্যাটার হিসেবে ১৩ হাজার রানের রেকর্ড গড়েছেন রুট।

রুটের আগে ১৩ হাজারি ক্লাবে ঢুকেছেন জ্যাক ক্যালিস, রাহুল দ্রাবিড়, রিকি পন্টিং আর শচিন টেন্ডুলকার।

এমএমআর/জিকেএস

Read Entire Article