ট্রটের সঙ্গে চুক্তি নবায়ন আফগানদের

2 months ago 42
গেল কয়েক বছর যাবৎ আফগানিস্তান দলকে দারুণভাবে বদলে দিয়েছেন জোনাথান ট্রট। পর পর দুই আইসিসি ইভেন্টে সেরা পারফর্ম করেছে তার শিষ্যরা। এতেই খুশি হয়ে ট্রটের সঙ্গে চুক্তি নবায়ন করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। আরও এক বছর রশিদ খান, মোহাম্মদ নবিদের সঙ্গে থাকছেন তিনি। নতুন চুক্তি অনুযায়ী, ২০২৫ সালের শেষ পর্যন্ত আফগানদের সঙ্গে থাকছেন এই ইংলিশ কোচ। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে পরিকল্পনা সাজাতেই ট্রটের সঙ্গে চুক্তি নবায়ন করেছে তারা। নতুন মেয়াদে ট্রটের প্রথম সিরিজ জিম্বাবুয়ের বিপক্ষে আগামী জানুয়ারিতে। তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে এবং দুটি টেস্ট খেলবে তারা। ইংল্যান্ডের হয়ে ৫২ টেস্ট ও ৬৮ ওয়ানডে খেলা ব্যাটসম্যান ট্রট প্রধান কোচের দায়িত্ব প্রথমবার পালন করছেন আফগানিস্তানের হয়ে। তার আগে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের পরামর্শক ছিলেন তিনি। প্রধান কোচ হওয়ার পর থেকে তার সাফল্যও আকাশ ছোঁয়া বলা চলে।
Read Entire Article