ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্র নিহত

2 months ago 30

যশোরের মনিরামপুরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মারুফ হোসেন (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন কলেজছাত্রী সুমাইয়া খাতুন রিমি (২০)। 

রোববার (১৭ নভেম্বর) সকালে রাজারহাট-চুকনগর আঞ্চলিক সড়কের বিজয়রামপুর খইতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মারুফ উপজেলার মুন্সিখানপুর গ্রামের আবুল হাসানের ছেলে ও মনিরামপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। আহত রিমি মকমতলা খানপুর গ্রামের ইলিয়াস হোসেনের মেয়ে ও মনিরামপুর মহিলা কলেজের সমাজকল্যাণ বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকাল ৯টার দিকে মারুফ ও রিমি মোটরসাইকেলযোগে কলেজে যাচ্ছিলেন। পথিমধ্যে পেয়ারাতলা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল আরোহী মারুফ ও রিমি রাস্তায় ছিটকে পড়েন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মনিরামপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মারুফকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রিমিকে পাঠানো হয় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে।

মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তন্ময় কুমার বিশ্বাস কালবেলাকে বলেন, হাসপাতালে আনার আগেই মারুফের মৃত্যু হয়।

মনিরামপুর থানার ওসি (তদন্ত) পলাশ বিশ্বাস কালবেলাকে বলেন, নিহত মারুফের লাশ স্বজনদের কাছে হস্তাস্তর করা হয়েছে।

Read Entire Article