চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ ইমরুল হক (৪৮) নামের এক পল্লী বিদ্যুৎ কর্মকর্তার মৃত্যু হয়েছে।
রোববার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছোট দারোগারহাট এলাকায় চট্টগ্রাম মুখি লেনে এ দুর্ঘটনা ঘটে।
মোহাম্মদ ইমরুল হক খাগড়াছড়ি জেলার সদর থানা এলাকাকার মৃত মহিউদ্দিন হকের ছেলে। তিনি নিজামপুর পল্লী বিদ্যুৎ অফিসের লাইন টেকনিশিয়ান ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন।
পল্লী বিদ্যুৎ সীতাকুণ্ড অফিসের দায়িত্বরত ডিজিএম পঙ্কজ চৌধুরী বলেন, মিরশরাই উপজেলার নিজামপুর পল্লী বিদ্যুৎ অফিসের ইনচার্জ ছিলেন ইমরুর। নিজামপুর অফিস থেকে মোটরসাইকেল যোগে সীতাকুণ্ড অফিসে আসার সময় মহাসড়কের ছোটদারোগারহাট এলাকায় চট্টগ্রাম মুখি লেনে একটি কাভার্ডভ্যান চাপা দিলে ঘটনাস্থলে ওনার মৃত্যু হয়। মোটরসাইকেলটি ধুমড়ে মুছড়ে যায়।
কুমিরা হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী পল্লী বিদ্যুৎ কর্মকর্তার মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। কাভার্ডভ্যান আটক করা হয়েছে।