রাজধানীর যাত্রাবাড়ীতে ধনিয়া কলেজে সামনে ট্রাকের ধাক্কায় মোটরবাইক আরোহী নিহত হয়েছেন। নিহত ইসরাত জাহান করবী (২৩) ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন।
শুক্রবার (২৭ জুন) রাতে এ দুর্ঘটনা ঘটে। পরদিন শনিবার দুপুর আড়াইটায় তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এই বিষয়ে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এস আই) মো. শাহ নেওয়াজ বলেন, আমরা জানতে পেরেছি গতরাত ১০টার দিকে বন্ধু রাব্বির সঙ্গে মোটরবাইক যোগে কোনাপাড়া থেকে ঢাকায় আসার পথে ধনিয়া কলেজে সামনে দ্রুতগতি একটি ট্রাক মোটরবাইকের পিছনে ধাক্কা দেয়। এতে ইসরাত জাহান মোটরবাইক থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। তার বন্ধু রাব্বীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়।
জানা গেছে, নিহতের গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলা কলারোয়া থানার দলুইপুর সরদারপাড়া এলাকায়। বাবার নাম আব্দুর রশিদ। ইসরাত জাহান করবি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। এই ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে ও গাড়িচালক মোহাম্মদ মাসুদ মিয়াকে যাত্রাবাড়ী পুলিশ হেফাজতে রাখা হয়েছে।