ট্রাম্প দায়িত্ব নিলে ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ হবে: জেলেনস্কি

1 week ago 12

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ‘আগের চেয়ে দ্রুত শেষ হবে’ বলে মন্তব্য করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আগামী জানুয়ারিতে ফের ওভাল অফিসের নিয়ন্ত্রণ নিতে চলেছেন ট্রাম্প।

শুক্রবার (১৫ নভেম্বর) ইউক্রেনীয় সংবাদমাধ্যম সুসপিলনেকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, এটি নিশ্চিত যে, হোয়াইট হাউসের নেতৃত্বে থাকা দলের নীতির কারণে যুদ্ধ দ্রুত শেষ হবে। এটি তাদের পদ্ধতি এবং নাগরিকদের দেওয়া প্রতিশ্রুতি।

আরও পড়ুন>>

 

তিনি আরও বলেন, যুদ্ধ শেষ হবে, তবে এর সঠিক দিনটি কবে, তা আমরা জানি না।

জেলেনস্কি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের পর তাদের মধ্যে টেলিফোনে ‘গঠনমূলক আলোচনা’ হয়েছে। তিনি বলেন, আমি এমন কিছু শুনিনি যা আমাদের অবস্থানের বিরুদ্ধে যায়।

নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের শত শত কোটি ডলারের সহায়তা দেওয়ার কড়া সমালোচনা করেছিলেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, ক্ষমতায় আসার ২৪ ঘণ্টার মধ্যে এই সংঘাতের সমাধান করবেন। যদিও ট্রাম্প কখনো ব্যাখ্যা করেননি তিনি কীভাবে এই কাজ করবেন।

শুক্রবার ফ্লোরিডার পাম বিচের মার-এ-লাগো রিসোর্টে এক বক্তব্যে ৭৮ বছর বয়সী এ নেতা বলেছেন, আমরা রাশিয়া ও ইউক্রেনের বিষয়ে খুব কঠোরভাবে কাজ করবো। এটি (যুদ্ধ) বন্ধ হওয়া দরকার।

সূত্র: এএফপি
কেএএ/

Read Entire Article