ট্রাম্প-মোদির মিল যেখানে

3 hours ago 7
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার গভীর যোগসূত্র রয়েছে। সম্প্রতি এক পডকাস্ট সাক্ষাৎকারে তিনি জানান, দ্বিতীয় মেয়াদে ট্রাম্প আগের চেয়ে অনেক বেশি প্রস্তুত এবং একটি নির্দিষ্ট রোডম্যাপ নিয়ে এগোচ্ছেন। মোদি বলেন, ট্রাম্প যেমন ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে বিশ্বাস করেন, তেমনি তিনিও ‘ইন্ডিয়া ফার্স্ট’ নীতিতে বিশ্বাসী। এই মিলই তাদের সম্পর্ককে আরও শক্তিশালী করেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যে শুল্কারোপ করলেও বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখতে দুই দেশ ২০২৫ সালের শরৎকালের মধ্যে একটি প্রাথমিক চুক্তিতে সম্মত হয়েছে। এই চুক্তির লক্ষ্য ২০৩০ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ৫০০ বিলিয়ন ডলারে উন্নীত করা। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর গত মাসে মোদির সঙ্গে হোয়াইট হাউসে প্রথম বৈঠক করেন। সেই বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য ছাড়াও প্রতিরক্ষা সহযোগিতা, প্রযুক্তি স্থানান্তর, এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা হয়। মোদি আরও বলেন, চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে তার প্রশাসন কাজ করছে। তবে ২০২০ সালে গালওয়ান উপত্যকায় চীন-ভারত সংঘর্ষের পর সম্পর্কের টানাপোড়েন এখনো পুরোপুরি কাটেনি। বিশ্লেষকদের মতে, ট্রাম্প ও মোদির সম্পর্ক শুধু ব্যক্তিগত বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি, অর্থনৈতিক কৌশল এবং আন্তর্জাতিক কূটনীতিতেও তাদের মিল রয়েছে। সূত্র: বিবিসি, রয়টার্স
Read Entire Article