ট্রাম্পের প্রশংসা করে যুদ্ধ বন্ধের উপায় জানালেন জেলেনস্কি

2 weeks ago 12
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ ও ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি ইউক্রেনে যুদ্ধ উপায় নিয়েও কথা বলেন।  সোমবার (০৯ ডিসেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  জেলেনস্কি বলেন, ট্রাম্প একমাত্র ব্যক্তি যাকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভয় পান। এ সময় তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে ইউক্রেনের যুদ্ধের অবসান ঘটাতে একজোট হওয়ার আহ্বান জানান।  তিনি বলেন, প্যারিসে সপ্তাহব্যাপী আলোচনা ফলপ্রসূ হয়েছে। যুদ্ধের অবসান ঘটাতে তিনি দৃঢ় সংকল্পের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।  সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক পোস্টে জেলেনস্কি বলেন, আমরা জানি, যুক্তরাষ্ট্রের অসাধারণ ক্ষমতা রয়েছে, যা অন্যরা অর্জন করতে পারেনি। এই যুদ্ধের অবসান ঘটাতে আমাদের ঐক্য দরকার। আমেরিকা, ইউরোপ এবং বিশ্বের যেসব দেশ ঐক্যকে মূল্যায়ন করে তারাই শক্তিশালী অবস্থান এবং শান্তির মূলে রয়েছেন।  জেলেনস্কি বলেন, পুতিন কেবল তাকে এবং সম্ভবত চীনকে ভয় পান। শুধু একতাবদ্ধ সিদ্ধান্তই এই যুদ্ধের সুষ্ঠু অবসান ঘটাতে পারে এবং স্থায়ী শান্তি নিশ্চিত করতে পারে।
Read Entire Article