পোস্ট গ্র্যাজুয়েশনে প্রশিক্ষণরত প্রাইভেট চিকিৎসকদের পারিতোষিক ৫০ হাজার টাকার পরিবর্তে ৩০ হাজার টাকা করার সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ ক্ষোভ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পোস্ট গ্র্যাজুয়েট চিকিৎসকদের পারিতোষিক ৫০ হাজার অথবা নবম গ্রেড তথা মেডিকেল অফিসার সমমান করার যৌক্তিক বিষয়ে চিকিৎসক মহল, BCPS, BSMMU স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পূর্ণ একমত থাকা সত্ত্বেও পারিতোষিক বৃদ্ধি করার যৌক্তিক দাবির যৌক্তিক সমাধান না করে দায়সারাভাবে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে পারিতোষিক ৩০ হাজার টাকা করার ঘোষণায় এনডিএফ হতাশা ও ক্ষোভ প্রকাশ করছে।
এতে বলা হয়, পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনিদের ভাতা ২৫ হাজার থেকে বৃদ্ধি করে ৩০ হাজার টাকা করার মাধ্যমে তাদের যৌক্তিক দাবির সঙ্গে এক ধরনের হাস্যরস করা হয়েছে বলে মনে করে এনডিএফ। কারণ বর্তমান পরিস্থিতিতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মূল্যস্ফীতির কারণে এই যৎসামান্য ভাতা যথেষ্ট নয়। এটি চিকিৎসকদের জন্য অত্যন্ত বিব্রতকর। ন্যাশনাল ডক্টরস ফোরাম এই ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপণকে প্রত্যাখ্যান করছে। আমরা আশা করি সরকার অতি শিগগির চিকিৎসকবান্ধব প্রজ্ঞাপন দেবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকার এটাকে শুধু ভাতা মনে করলে ভুল করবে। এটা মূলত বিনিয়োগ। এর মাধ্যমে ভবিষ্যতে বাংলাদেশে বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি হবে এবং দেশবাসী তাদের মাধ্যমে উপকৃত হবে। পাশাপাশি এই বিনিয়োগের মাধ্যমে দেশে একটি উন্নত চিকিৎসাসেবার ক্ষেত্র তৈরি হবে এবং রোগীদের বিদেশে গিয়ে চিকিৎসা নেওয়ার হার কমে আসবে।
দ্রুত এ প্রজ্ঞাপন সংশোধন করে সম্মানজনক ভাতা দেওয়ার বিষয়ে উদ্যোগ নেওয়া এবং তরুণ চিকিৎসকদের সব যৌক্তিক দাবির সঙ্গে একাত্মতা পোষণ করছি।
এএএম/এমআইএইচএস