চট্টগ্রাম চেম্বার নির্বাচনে ট্রেড গ্রুপ ও টাউন অ্যাসোসিয়েশনকে স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার (২২ অক্টোবর) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আশিফ হাসান সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এক রিট শুনানি শেষে বাণিজ্য মন্ত্রণালয়ের ট্রেড অর্গানাইজেশন-১-এর উপসচিব কর্তৃক ৪ সেপ্টেম্বর জারি করা স্মারকের কার্যকারিতা স্থগিত করেন।
ওই স্মারকের মাধ্যমে চট্টগ্রাম চেম্বারে ট্রেড গ্রুপের ‘চট্টগ্রাম মিল্ক ফুড ইমপোর্টার্স অ্যান্ড ডিলার্স গ্রুপ’সহ যেসব টাউন অ্যাসোসিয়েশন নির্ধারিত সময়ের মধ্যে সদস্যপদ নবায়ন করেছে, তাদের নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছিল।
এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ের স্বেচ্ছাচারী সিদ্ধান্তে কিছু নিষ্ক্রিয় ও অকার্যকর ট্রেড গ্রুপ এবং টাউন অ্যাসোসিয়েশনকে চট্টগ্রাম চেম্বার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে— এমন অভিযোগে হাইকোর্টে রিট দায়ের করেন হারবিস কনভার্টিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ বেলাল।
রিটকারীর আইনজীবী ব্যারিস্টার সাইফুল আলম চৌধুরী জানান, রিটে বাণিজ্য মন্ত্রণালয়ের বেআইনি ও স্বেচ্ছাচারী পদক্ষেপের মাধ্যমে নিষ্ক্রিয়, অকার্যকর ও বিতর্কিত ট্রেড গ্রুপ ও টাউন অ্যাসোসিয়েশনকে নির্বাচনে অন্তর্ভুক্ত করার বিষয়টি চ্যালেঞ্জ করা হয়।
সাইফুল আলম চৌধুরী বলেন, রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রুল জারি করেন এবং বাণিজ্য মন্ত্রণালয়ের ৪ সেপ্টেম্বরের স্মারককে স্থগিত করেন— যা ১৫ জুলাইয়ের চট্টগ্রাম চেম্বারের তদন্ত প্রতিবেদন ও ২০ আগস্টের স্মারক অনুযায়ী অকার্যকর ও নিষ্ক্রিয় ট্রেড গ্রুপ ও টাউন অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে প্রযোজ্য। আদালত আরও বলেন, নির্বাচনের বাকি কার্যক্রম যথানিয়মে চলবে।
তিনি বলেন, হাইকোর্ট যে স্মারকটির ওপর স্থগিতাদেশ দিয়েছেন, তাতে উল্লেখ ছিল— ট্রেড গ্রুপের ‘চট্টগ্রাম মিল্ক ফুড ইমপোর্টার্স অ্যান্ড ডিলার্স গ্রুপ’সহ যেসব টাউন অ্যাসোসিয়েশন নির্ধারিত সময়ের মধ্যে সদস্যপদ নবায়ন করেছে, তাদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়।
গত ১৫ জুলাই চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রশাসকের বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে মন্ত্রণালয় ২০ আগস্টের এক স্মারকে একই ট্রেড গ্রুপ ও অ্যাসোসিয়েশনকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দিতে নির্দেশনা দিয়েছিল।
এমডিআইএইচ/এমএএইচ/

4 hours ago
9









English (US) ·