মালয়েশিয়ায় জাল নথি ব্যবহার, বাংলাদেশিকে ১০ লাখ টাকা জরিমানা

6 hours ago 6

মালয়েশিয়ায় একটি সেতু প্রতিস্থাপন প্রকল্পে শ্রমিক সরবরাহে জাল নথি ব্যবহারের অভিযোগে এক বাংলাদেশি কোম্পানি ম্যানেজারকে ৩৮ হাজার রিঙ্গিত (টাকায় ১০ লাখ ৯৭ হাজার ২৬০ টাকা) জরিমানা করেছে কুয়ালালামপুর সেশন কোর্ট।

বুধবার, বিচারক আজুরা আলউই ৫৮ বছর বয়সী মোহাম্মদ নাজমুল ইসলাম বাবুলকে দোষী সাব্যস্ত করেন। জরিমানা না দিলে ১০ মাসের কারাদণ্ড ভোগেরও নির্দেশ দেন।

রায় ঘোষণার পরপরই অভিযুক্ত ব্যক্তি জরিমানার অর্থ পরিশোধ করেন।

তিনি আদালতে মার মেলর কনস্ট্রাকশন এবং নিহা এন্টারপ্রাইজ এসডি এনবিএইচডি-এর নামে একটি জাল সাব-কন্ট্রাক্ট চুক্তিপত্র ব্যবহারের অপরাধ স্বীকার করেছেন।

এই নথিটি কেদাহর বালিং এলাকায় অবস্থিত এফটি ০৬৭/০৪৫/৯০ সেতু প্রতিস্থাপন প্রকল্পে শ্রমিক সরবরাহের জন্য ব্যবহৃত হয়েছিল, যার মোট মূল্য ছিল প্রায় ৬০ লাখ রিঙ্গিত।

অভিযুক্ত ব্যক্তি ২০২৩ সালের ৮ জুন পুত্রজায়ার ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট ডিভিশনে এই অপরাধ করেন।

দণ্ডবিধির ৪৭১ ধারায় অভিযোগ আনা হয়, যা ৪৬৫ ধারার সঙ্গে পাঠ করা হয়েছে। এই অপরাধের সর্বোচ্চ শাস্তি হলো দুই বছরের কারাদণ্ড, অর্থদণ্ড, অথবা উভয়ই।

মালয়েশিয়ান অ্যান্টি-করাপশন কমিশনের ডেপুটি পাবলিক প্রসিকিউটর এম. এসথার জাসিন্থা আদালতে বলেন, ৬০ লাখ রিঙ্গিত মূল্যের প্রকল্পের সঙ্গে অপরাধটি সম্পর্কিত হওয়ায় অভিযুক্তের প্রতি উপযুক্ত সাজা প্রয়োজন। এই রায় অভিযুক্তের জন্য একটি শিক্ষা হিসেবে কাজ করবে।

অভিযুক্তের আইনজীবী হানিফ আশরাফ মোহাম্মদ সালেহ আদালতের কাছে শুধুমাত্র অর্থদণ্ডের আবেদন করেন। তিনি জানান, তার মক্কেল ৫৮ বছর বয়সী এবং পরিবারের একমাত্র উপার্জনকারী।

এমআরএম

Read Entire Article