ট্রেনে ঈদযাত্রা: স্কুলব্যাগে মিললো সাড়ে ৩৩ হাজার পিস ইয়াবা

2 days ago 9

ঢাকা থেকে কক্সবাজার রুটের ঈদযাত্রার কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় একটি স্কুলব্যাগে ৩৩ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করেছে ঢাকা রেলওয়ে পুলিশ।

শনিবার (২৯ মার্চ) সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা রেলওয়ে পুলিশ সুপার আনোয়ার হোসেন এসব তথ্য জানান

আনোয়ার হোসেন বলেন, গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি ঢাকা-কক্সবাজার রুটের কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ঝ বগিতে ইয়াবা পরিবহন করা হচ্ছে।

তিনি বলেন, এ তথ্যের ভিত্তিতে ঢাকা রেলওয়ে পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। বিশেষ তল্লাশি পরিচালনাকালে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় স্কুলব্যাগ ভর্তি ৩৩ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য কোটি টাকা।

উদ্ধার ইয়াবার ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

কেআর/এমআরএম/এমএস

Read Entire Article