ট্রেনে কাটা পড়ে নিহত, পরিচয় মিললো ফিঙ্গারপ্রিন্টে

2 hours ago 4

চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে ট্রেনে কেটে ওয়াদুদ হোসেন (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দিনগত রাত ৩টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা মেইল ট্রেন নকশিকাঁথা এক্সপ্রেসে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওয়াদুদু হোসেন চুয়াডাঙ্গা পৌর এলাকার পুরাতন হাসপাতালপাড়ার আজমত আলীর ছেলে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে মরদেহের পরিচয় শনাক্ত করে ঝিনাইদহের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির (জিআরপি) উপ-পরিদর্শক (এসআই) জগদীশ বসু এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঠিকানা অনুযায়ী নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ চেষ্টা চলছে।

হুসাইন মালিক/এসআর/এমএস

Read Entire Article