ডা. জুবাইদার জন্মবার্ষিকীতে দ্বিতীয় দিনের বৃক্ষরোপণ কর্মসূচি

2 months ago 9

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীতে দ্বিতীয় দিনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (১৮ জুন) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)সহ রাজধানীর বিভিন্ন জায়গায় এই কর্মসূচি পালিত হয়।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল লতিফের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন- ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, শেকৃবির ট্রেজারার প্রফেসর মো. আবুল বাশার, প্রফেসর রজ্জব আলী, ইউট্যাব কেন্দ্রীয় সংসদের যুগ্ম-মহাসচিব প্রফেসর এফ এম আমিনুজ্জামান, শেকৃবি সাদা দলের সাধারণ সম্পাদক ড. নুর মহল আক্তার বানু, কোষাধ্যক্ষ প্রফেসর আব্দুল লতিফ, শেকৃবি এ্যাবের সভাপতি প্রফেসর ড. রুহুল আমিন, শেকৃবি’র ছাত্র পরামর্শ উপদেষ্টা প্রফেসর মো. আশাবুল হক, শেকৃবি ইউট্যাবের সাধারণ সম্পাদক প্রফেসর মো. জামশেদ আলম, প্রফেসর তারিক হোসাইন, প্রফেসর শফিউল্লাহ কিরণ, প্রফেসর আবদুল্লাহ-হিল বাকি, প্রফেসর মো. জসীমউদ্দিন, প্রফেসর নুরু উদ্দীন, প্রফেসর মাহবুব ইসলাম, প্রফেসর ড. মাহবুব ইসলাম, সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শফিকুল ইসলাম, শেকৃবির রেজিস্ট্রার মো. নজরুল ইসলাম সুলতান, জিয়া পরিষদের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও ডেপুটি রেজিস্ট্রার মো. মনোয়ারুল ইসলাম এনাম, ডেপুটি রেজিস্ট্রার মো. মাহবুবুল আলম, কৃষিবিদ আক্তার হোসেন, কৃষিবিদ হরিকমল দাস দীপক, কৃষিবিদ ড. আক্কাচ আলী, অগ্রণী ব্যাংকের এজিএম ও জিয়া পরিষদের নেতা মো. মাহমুদুল হাসান মিলন এবং জসীমউদ্দিন। 

এছাড়া কর্মসূচিতে আরও অংশ নেন- শেকৃবি জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম-সম্পাদক মো. নাহিয়ান হোসেন নিনাদ, সাবেক ছাত্রনেতা নাজমুল হোসেন সুইট, সাবেক সহসাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, শেকৃবি ছাত্রদল নেতা কৃষিবিদ মেজবাহ, কৃষিবিদ শোয়াইব, কৃষিবিদ মোরসালিন অনিক, কৃষিবিদ সালমান রকিব প্রমুখ।

এদিকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর ‘উত্তরা গার্লস স্কুল এন্ড কলেজ’ মাঠে ‘আমরা বিএনপি পরিবার’ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন- সংগঠনটির উপদেষ্টা আবুল কাশেম, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ও ‘আমরা বিএনপি পরিবার’র সদস্য নাজমুল হাসান।

এছাড়া ‘আমরা বিএনপি পরিবার’ এর উপদেষ্টা প্রকৌশলী মোস্তফা-ই-জামান সেলিম ও প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল এবং ফরহাদ আলী সজীব ও শাহাদাত হোসেনের নেতৃত্বে রাজধানীর বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালিত হয়েছে।

ডা. জুবাইদার জন্মবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করে ‘আমরা বিএনপি পরিবার’। মঙ্গলবার (১৭ জুন) রাজধানীর শেরেবাংলা নগরে একটি নিম গাছের চারা লাগিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

Read Entire Article