ডাকসু নির্বাচন উপলক্ষে মেট্রো চলাচলে বিশেষ নির্দেশনা

4 hours ago 1

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ঘিরে সোমবার (৮ সেপ্টেম্বর) বিকাল থেকেই বিশ্ববিদ্যালয় স্টেশনে যাত্রী ওঠা-নামা বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া নির্বাচন ঘিরে বহিরাগতদের চলাচলেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপক (প্রশাসন) রফিকুল হক স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সোমবার (৮ সেপ্টেম্বর) বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত এবং মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সারা দিন স্টেশনটি বন্ধ থাকবে।

নির্দেশনায় আরও বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এস্টেট অফিস থেকে পাঠানো চিঠির প্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তা ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীদের বিকল্প পরিকল্পনা অনুযায়ী যাতায়াত করার অনুরোধ জানিয়েছে ডিএমটিসিএল।

এর আগে গত ২৬ আগস্ট নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ভিপি, জিএস ও এজিএস প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনও নির্বাচন উপলক্ষে মেট্রোরেল স্টেশন বন্ধ থাকবে বলে জানানো হয়।

নির্বাচন ঘিরে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা থাকবে জানিয়ে ড. জসীম উদ্দিন বলেছিলেন, প্রথম স্তরে বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি সদস্য ও প্রক্টরিয়াল টিম কাজ করবে। দ্বিতীয় স্তরে থাকবেন পুলিশ সদস্যরা এবং তৃতীয় স্তরে বিশ্ববিদ্যালয়ের সাতটি প্রবেশমুখে সেনাবাহিনী ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে অবস্থান করবে।

তিনি জানান, প্রয়োজন হলে সেনাবাহিনী ক্যাম্পাসে প্রবেশ করবে এবং ভোট শেষে ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ভোটকেন্দ্র সেনা সদস্যরা কর্ডন করে রাখবেন। ভোট গণনার সময় সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কারো প্রবেশের সুযোগ থাকবে না।

Read Entire Article