ডাকসু নির্বাচন: গ্রেপ্তার সেই ভুয়া সাংবাদিক কারাগারে
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রেপ্তার ভুয়া সাংবাদিক জাহিদুল ইসলাম জাহিদকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
এদিন তাকে ফৌজদারী কার্যবিধি আইনের ৫৪ (১) ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়৷ এরপর শাহবাগ থানার উপপরিদর্শক মো. তৌফিক হাসান তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।
ওই আবেদনে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন (ডাকসু) নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে নিরাপত্তা জোরদার করা হয়৷ একপর্যায়ে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে গ্রেপ্তার জাহিদ সন্দেহজনক ঘোরাফেরা করায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম তাকে আটক করে। পরে তাকে শাহবাগ থানা পুলিশের হেফাজতে পাঠানো হয়।
প্রক্টরিয়াল টিমের উপস্থিতিতে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে, আসামি নাম ঠিকানা প্রকাশ করেন। তবে ঘটনাস্থলে ঘোরাফেরা করার কারণ জিজ্ঞাসা করলে আসামি নিজেকে সাংবাদিক পরিচয় দেয়। কিন্তু তিনি বৈধ কোনো কাগজপত্র উপস্থাপন করতে পারেননি।
প্রাথমিক তদন্তে জানা যায়, ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ চলা অবস্থায় ক্যাম্পাসের ভেতর প্রবেশাধিকারে বিধি নিষেধ থাকা সত্ত্বেও আসামি নির্বাচন বানচাল অথবা কোনো অপরাধ সংগঠনের উদ্দেশে ক্যাম্পাসে প্রবেশ করে। আসামিকে আপাতত ফৌজদারী কার্যবিধি আইনের ৫৪ (১) ধারা মোতাবেক আদালতে প্রেরণ করা হলো। আসামির বিষয়ে অধিকতর তদন্ত চলছে। আদালতের অনুমতি স্বাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরে আসামিপক্ষে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।