ডাকসু নির্বাচনে ছাত্রদলকে বিজয়ী করার আহ্বান ফারুকের

8 hours ago 3

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদলকে পূর্ণ প্যানেলে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।

সোমবার (৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বিকশিত ফাউন্ডেশনের উদ্যোগে এক আলোচনাসভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর প্রতি এই আহ্বান জানান তিনি। 

ফারুক বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া ছাত্রদল অতীতে রক্ত ও আত্মত্যাগের মধ্য দিয়ে প্রমাণ করেছে- তারা দেশপ্রেমে আপসহীন। খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব এবং তারেক রহমানের দিকনির্দেশনায় ছাত্রদল আগামীকাল (মঙ্গলবার) অনুষ্ঠেয় ডাকসু নির্বাচনে অংশ নিচ্ছে। আমি সব শিক্ষার্থীকে আহ্বান জানাই, জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাস রেখে ছাত্রদলকে বিজয়ী করুন।

তিনি বলেন, আগামী দিনে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার মূল চালিকাশক্তি হবে দেশের তরুণ সমাজ। স্মার্ট বাংলাদেশের রূপরেখা বিএনপির ৩১ দফা কর্মসূচির মধ্যেই সুস্পষ্টভাবে রয়েছে। সেই ভবিষ্যতের নেতৃত্ব দেবে ছাত্রদল। তারেক রহমান হচ্ছেন স্মার্ট বাংলাদেশের রূপকার। তরুণ সমাজের সাহস, মেধা ও নেতৃত্বেই বাংলাদেশ এগিয়ে যাবে।

তিনি আরও বলেন, স্মার্ট বাংলাদেশের স্বপ্ন কেবল প্রযুক্তিনির্ভর রাষ্ট্র গঠনের কথা নয়, বরং এর অর্থ একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক বাংলাদেশ। আর সেই ভবিষ্যতের ভিত্তিপ্রস্তর স্থাপনেই ছাত্রদলের ভূমিকা হবে অগ্রগণ্য।

বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে জয়নুল আবদিন ফারুক বলেন,
গত ১৬ বছরে দেশের গণতন্ত্র, বিচার বিভাগ ও সংবাদমাধ্যমের স্বাধীনতা স্তব্ধ করে দিয়েছে আওয়ামী লীগ। দেশে আজ কোনো কার্যকর নির্বাচনী ব্যবস্থা নেই। দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়াকে নস্যাৎ করার চেষ্টা চলছে। 

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে, ইনশাআল্লাহ। সেই নির্বাচন হবে এই অন্তর্বর্তীকালীন সরকারের  অধীনে।

বিকশিত ফাউন্ডেশনের সভাপতি মো.  ইব্রাহিমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সহসম্পাদক সাইফ আলী খান, আয়োজক সংগঠনের সিনিয়র নেতা সিরাজী প্রমুখ।

Read Entire Article