ডাকসু প্রার্থীর জন্য পাকিস্তানি কিংবদন্তি ক্রিকেটারের শুভেচ্ছা

5 hours ago 6

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের উত্তেজনা তুঙ্গে। নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণা জোরদার করেছেন প্রার্থীরা। সেই প্রচারণার ফাঁকে ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী মুহাইমেনুল ইসলাম তকির জন্য বিশেষ চমক হিসেবে শুভেচ্ছা জানালেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক।

রোববার (০৭ সেপ্টেম্বর) এক ভিডিও বার্তায় মিসবাহ বলেন, ‘আসসালামু আলাইকুম তকি ভাই, আশা করি আপনি ভালো আছেন। আপনার জন্য আমার শুভকামনা রইল। আপনি একজন প্রতিভাবান ক্রিকেটার এবং ভালো মানুষ। আমি আশা করি ৯ সেপ্টেম্বর আপনি সফল হবেন। সবাই আপনার পাশে আছে। আমার দোয়া আপনার সঙ্গে থাকবে। ইনশাআল্লাহ আপনি সফল হবেন।’

তকি এইবারের ডাকসুতে সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে ক্রীড়া সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ঢাকা লিগে খেলা এবং জাতীয় স্পিন ক্যাম্পে অংশ নেওয়া একজন ক্রিকেটার তকি ক্রীড়া সম্পাদক পদে আরও ১২ জনের সঙ্গে লড়ছেন।

নির্বাচনকে কেন্দ্র করে তকি ইতোমধ্যেই আলোচনায় এসেছেন। ৬ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে তিনি বাংলাদেশ জাতীয় দলের দুই ক্রিকেটার, তাওহীদ হৃদয় ও তানজিম হাসান সাকিবের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। তকি অভিযোগ করেন, ‘জাতীয় দলের দুই ক্রিকেটার সরাসরি একজন প্রার্থীর পক্ষে বার্তা দিয়েছেন। খেলোয়াড় হিসেবে তাদের নিরপেক্ষ থাকা উচিত ছিল। ব্যক্তিগত পছন্দ থাকা স্বাভাবিক, কিন্তু নির্বাচনী প্রক্রিয়ায় প্রকাশ্য সমর্থন দেওয়া উচিত নয়।’

এবারের ডাকসু নির্বাচনে মোট ৪৭১ জন প্রার্থী অংশগ্রহণ করছেন, যার মধ্যে নারী প্রার্থী ৬২ জন এবং পুরুষ প্রার্থী ৪০৯ জন। ভোটার সংখ্যা ৩৯,৭৭৫ জন। নির্বাচনে অংশ নিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল যেমন জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, বামজোট, ইসলামী ছাত্র আন্দোলন, গণতান্ত্রিক ছাত্রসংসদ, ছাত্র অধিকার পরিষদ, এবং কয়েক শত স্বতন্ত্র প্রার্থী। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৯ সেপ্টেম্বর। 

Read Entire Article