ডাকসুতে ছাত্রদলের যারা প্রার্থী হতে পারেন

1 week ago 9
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন এবং হল সংসদ নির্বাচন ২০২৫-এর ভোট গ্রহণ হবে আগামী ৯ সেপ্টেম্বর। এরই মধ্যে গত মঙ্গলবার (১২ আগস্ট) থেকে মনোনয়নপত্র সংগ্রহ শুরু হয়েছে। যা চলবে আগামী ১৯ আগস্ট পর্যন্ত। নির্বাচনের তফসিল অনুযায়ী, ২০ আগস্ট মনোনয়নপত্র বাছাই ও ২১ আগস্ট প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের দিন ২৫ আগস্ট। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৬ আগস্ট। ডাকসু নির্বাচন সামনে রেখে দলীয় প্যানেল সাজাচ্ছে ক্যাম্পাসের সব ক্রিয়াশীল ছাত্র সংগঠন। পাশাপাশি তাদের নানামুখী তৎপরতাও লক্ষ করা গেছে। ছাত্রদলের কোন পর্যায়ের নেতারা এবার ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, সে বিষয়ে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মিটিংয়ে বসেন সংগঠনটির কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শীর্ষ নেতারা। সেখানে ক্যাম্পাসের চলমান রাজনৈতিক পরিবেশ, ডাকসুসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়। সভায় উপস্থিত ছাত্রদলের দুই নেতা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তারা জানান, ছাত্রদলের প্যানেলে কারা থাকবেন এবং কী নামে প্যানেল হবে সে বিষয়ে এখনো চূড়ান্ত হয়নি। তবে ২০১৩-১৪ সেশনসহ আগের ব্যাচগুলোর ব্যাপারে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে নিরুৎসাহিত করা হয়েছে। অন্যান্য প্যানেলে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, তাদের সব ব্যাচের প্রার্থীদের সঙ্গে সামঞ্জস্য রেখে ছাত্রদলের প্যানেল দেওয়া হবে। ফলে নিয়মিত শিক্ষার্থীরাই প্যানেলে প্রাধান্য পাচ্ছেন। ছাত্রদলের এক নেতা জানান, যারা অপেক্ষাকৃত জুনিয়র অর্থাৎ ক্যাম্পাসের নিয়মিত শিক্ষার্থীদের সঙ্গে সম্পর্ক ভালো, তাদের প্রার্থী হিসেবে নির্বাচিত করা হবে। ফলে ডাকসু নির্বাচনে তারেক রহমানের পছন্দের তরুণ প্রার্থীরাই প্রাধান্য পাচ্ছেন। আর যারা অপেক্ষাকৃত সিনিয়র অর্থাৎ কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটিতে সামনের সারিতে আছেন, তারা ছাত্রদলের রাজনীতি করবেন। এ বিষয়ে তারা প্রাথমিকভাবে ঐকমত্যে পৌঁছেছেন। ডাকসু নির্বাচনে লড়তে শীর্ষ পদে (ভিপি, জিএস, এজিএস) যারা আসতে পারেন, তারা হলেন ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী ও সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আয়াজ মোহাম্মদ ইমন, আবিদুল ইসলাম খান, দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসী উদ্দিন তামি; ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী ও সংগঠনের ঢাবি শাখার তথ্য ও গবেষণা সম্পাদক জারিফ রহমান, ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী ও সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার আন্তর্জাতিক সম্পাদক মেহেদী হাসান ও ক্রীড়া সম্পাদক মো. সাইফ উল্লাহ সাইফ; ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ও কবি জসীমউদ্‌দীন হল শাখার আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম, মাস্টার দা সূর্যসেন হল ছাত্রদলের সদস্য সচিব আবিদুর রহমান মিশু ও বিজয় একাত্তর হল শাখার আহ্বায়ক তানভীর আল হাদী মায়েদ উল্লেখযোগ্য। তবে সংগঠনটি জানিয়েছে, চূড়ান্ত সবকিছুই নির্ভর করছে শুক্রবারের আরেকটি বৈঠক হওয়ার পর। ডাকসু ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী, ভোটার ৩৯ হাজার ৭৭৫ জন। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ জন, ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন। এসব ভোটার অধিকাংশই নিয়মিত শিক্ষার্থী। তবে কিছু শিক্ষার্থী যথাসময়ে শিক্ষাজীবন শেষ করতে পারেননি, তারাও ডাকসুর ভোটার। কারণ এবার ভোটার ও প্রার্থী হওয়ার বয়সের বাধা তুলে দেওয়া হয়েছে।
Read Entire Article