বিশ্বকাপ বাছাই পর্বে লিথুয়ানিয়াকে ৩-২ গোলে হারিয়েছে নেদারল্যান্ডস। জয়ের দিন আবার ডাচদের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়েছেন মেমফিস দেপাই।
৩১ বছর বয়সী করিন্থিয়ানসের ফরোয়ার্ড দেপাই ম্যাচের ১১তম মিনিটে তার রেকর্ড গড়া ৫১তম আন্তর্জাতিক গোলটি করেন। এই গোলটি করে আরেক তারকা রবিন ফন পার্সিকে অতিক্রম করেন তিনি।
দেপাই অবশ্য পার্সির রেকর্ড অতিক্রম করেই থামেননি। ৬৩ মিনিটে জয়সূচক গোলটিও... বিস্তারিত