ডার্বিতে বিধ্বস্ত হওয়ার পর আরও দুঃসংবাদ পেল রিয়াল

2 hours ago 4

অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে মেট্রোপলিতানোতে ডার্বি হারের পর আরও খারাপ খবর পেল রিয়াল মাদ্রিদ। দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার ও অধিনায়ক দানি কারভাহাল ইনজুরিতে পড়েছেন। মাংসপেশির চোটে অন্তত চার সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যাচ্ছেন এই স্প্যানিশ তারকা।

 

শনিবার রাতে ৩-২ গোলে পিছিয়ে থাকার সময় ৫৯ মিনিটে তাকে বদলি করে তুলে নেন কোচ জাবি আলোনসো। মাঠ ছাড়ার সময় ক্ষুব্ধ ভঙ্গি সবার নজর কেড়েছিল। এরপর মেডিকেল পরীক্ষায় জানা গেছে, ডান পায়ের সোলিয়াস পেশিতে চোট পেয়েছেন এই স্প্যানিশ তারকা।

 

রিয়াল মাদ্রিদ রোববার এক বিবৃতিতে কারভাহালের চোটের বিষয়টি নিশ্চিত করেছে। তবে কবে ফিরতে পারবেন, তা নির্ভর করবে পুনর্বাসন প্রক্রিয়ার অগ্রগতির ওপর। সাধারণত এ ধরনের চোট থেকে সেরে উঠতে প্রায় এক মাস সময় লাগে।

 

এদিকে ডানপাশের আরও এক মূল খেলোয়াড় ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড আগেই ইনজুরিতে পড়েছেন। ফলে একইসঙ্গে দুই ডানপাশের ডিফেন্ডারকে হারিয়ে বড় সমস্যায় পড়তে যাচ্ছে আলোনসোর দল। আগামী কয়েক সপ্তাহে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোয় তাই বিকল্প খুঁজতে হবে রিয়ালের নবনিযুক্ত কোচকে।

 

ডার্বি হারের ধকলের সঙ্গে ইনজুরির এই ধাক্কা মিলে নতুন চ্যালেঞ্জ তৈরি করল রিয়াল মাদ্রিদের জন্য।

Read Entire Article