ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনারসহ ১০ কর্মকর্তাকে পদায়ন

2 weeks ago 14

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও সহকারী পুলিশ কমিশনারসহ (এসি) ১০ কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত পৃথক তিন আদেশে এ পদায়ন করা হয়।

পদায়ন হওয়া কর্মকর্তারা হলেন- যুগ্ম কমিশনার সুলতানা নাজমা হোসেনকে ডিএমপি সদরদপ্তরে, এডিসি মো. আলমগীর কবিরকে তেজগাঁও জোনে, মীর আসাদুজ্জামানকে রমনা জোনে, তারিক আহমেদ আস সাদিককে আইএডি বিভাগের সিকিউরিটি অ্যান্ড সার্ভিলেন্সে, ফরহাদ হোসেনকে অর্থ বিভাগে এবং মারুফা নাজনীনকে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগে পদায়ন করা হয়েছে।

পৃথক আদেশে সহকারী পুলিশ কমিশনার (এসি) এহসানুল কামরান তানভীরকে গোয়েন্দা বিভাগে, শামীম হোসেনকে গোয়েন্দা বিভাগ, মো. শরীফ-উল-আলমকে ট্রাফিক মিরপুর জোনে ও জাকির হোসেনকে পেট্রোল তেজগাঁও জোনে পদায়ন করা হয়েছে।

টিটি/এমএএইচ/এএসএম

Read Entire Article