ডিভোর্স না দিয়ে হেমাকে বিয়ে, প্রথম স্ত্রীর সঙ্গেও সরব ধর্মেন্দ্র

2 months ago 53

এক সময়ের খ্যাতিমান বলিউড তারকা ধর্মেন্দ্র হেমা মালিনীকে দ্বিতীয় বিয়ে করেছিলেন। কিন্তু তাকে বিয়ের আগে তিনি তার প্রথম স্ত্রী প্রকাশ কৌরকে তালাক দেননি। এ অভিনেতা এখন তার দুই স্ত্রী এবং পরিবারের সঙ্গেই দিন পার করছেন। সম্প্রতি ধর্মেন্দ্র এবং প্রকাশের ৭১তম বিবাহবার্ষিকী ছিল। যা তারা একসঙ্গে উদযাপন করেছেন। সেই উদযাপনের সিনেমা ববি দেওল শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে।

ববি একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন যেখানে ধর্মেন্দ্রের গলায় মালা দেখা যাচ্ছে। ধর্মেন্দ্র ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন এবং পিছন থেকে তাকে প্রকাশ জড়িয়ে ধরেছেন। ছবি শেয়ার করে ববি লিখেছেন, ‘শুভ বিবাহবার্ষিকী মা এবং বাবা’। ধর্মেন্দ্র ১৯৫৪ সালে প্রকাশ কৌরকে বিয়ে করেন।

অভিনেতা বলিউডে ডেবিউ করার আগেই প্রকাশকে তার জীবনসঙ্গী করেছিলেন। সেই সময় ধর্মেন্দ্রের বয়স ছিল মাত্র ১৯ বছর। ধর্মেন্দ্র এবং প্রকাশের ৪টি সন্তান রয়েছে।

অন্যদিকে, ধর্মেন্দ্র ১৯৭০ সালে হেমার প্রেমে পড়েন, যখন তারা দুজনে ‘তুম হাসিন ম্যায় জওয়ান’ সিনেমায় কাজ করছিলেন। কিছুদিন পর তারা বিয়ের সিদ্ধান্ত নেন। এই সময়, ১ম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই, হেমাকে বিয়ে করেন ধর্মেন্দ্র। হিন্দু থেকে ধর্ম বদলে হয়ে যান মুসলিম। হেমা ও ধর্মেন্দ্রর দুটি কন্যা সন্তান, ইশা এবং অহনা দেওল। সেভাবে কখনোই ধর্মেন্দ্রর সঙ্গে সংসার করা হয়নি হেমার। প্রথম পরিবারকে ছাড়তে পারেননি ধর্মেন্দ্র। এখনো তিনি প্রকাশ কৌরের সঙ্গেই থাকেন।

ধর্মেন্দ্রকে সব শেষ দেখা গিয়েছিল ‘তেরি বাতোঁ মেঁ অ্যায়সা উলঝা জিয়া’ সিনেমায়। এতে শহিদ কাপুর এবং কৃতি শ্যানন প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন।

এমএমএফ/এমএস

Read Entire Article