নিউইয়র্কে এনসিপি নেতা আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনায় তোলপাড় মিডিয়া থেকে সোশ্যাল মিডিয়া। চারদিকে চলছে ডিম চর্চা। ডিমের যে দাম তাতে কিনে কারো উপর ছোড়ার জন্য বেশ বড় আত্মা দরকার। চাইলে স্মার্টফোনেই ডিম নিয়ে যেমন খুশি খেলতে পারেন।
আপনার কাছে মনে হতে পারে মজা করছি। আসলেই স্মার্টফোনে এমন কিছু গেম আছে যেখানে আপনি ডিম নিয়ে বিভিন্নভাবে খেলতে পারবেন। কোনোটায় খামার বানিয়ে ডিম উৎপাদন করাই কাজ। কোথাও আবার ডিম হয়ে বাধা এড়িয়ে চলা। কোনোটিতে আবার রঙ মিলিয়ে ডিম ভেঙে স্কোর করো। কারখানা বানিয়ে ডিমের ব্যবসা বড় করাও গেমের শর্ত।
আপনার অ্যান্ড্রয়েড বা আইওএস যে কোনো স্মার্টফোনেই গেমগুলো ডাউনলোড করতে পারবেন। আসুন এমন কয়েকটি মোবাইল গেম সম্পর্কে জেনে নেওয়া যাক-
এগ শুটার
এই গেমের শর্ত হচ্ছে একই রঙের তিনটি বা তার বেশি ডিম একসঙ্গে মিলে গেলে সেগুলো ফেটে যাবে এবং আপনি তুমি স্কোর পাবেন। পর্যায়ক্রমে উপর থেকে নেমে আসা ডিমগুলোকে এভাবে মিলিয়ে ফাটাতে হবে। খেয়াল রাখতে হবে ডিম যেন নিচে না পৌঁছায়। যদি ডিম নিচে পৌঁছে যায় তাহলে গেম শেষ হয়ে যাবে। কখনো কখনো বিশেষ ডিম/বুম্ব/বোনাস উপস্থিত হয় যা বেশি ডামেজ বা বড় এলাকা নষ্ট করতে পারবে। এতেও স্কোরও বেশি পাবেন।
এগ ইঞ্চ.
গেম শুরু করলে আপনার হাতে থাকবে একটি ছোট মুরগির খামার। স্ক্রিনে ট্যাপ করলে মুরগি বের হয়, তারা ডিম পাড়তে শুরু করে। ডিমগুলো বিক্রি করে টাকা জমাতে হয়। এরপর এই টাকা দিয়ে হেন হাউজ, ডেলিভারি ট্রাক, গবেষণা ল্যাব আপগ্রেড করতে হবে। যত বেশি আপগ্রেড করবে, তত দ্রুত ও বেশি ডিম উৎপাদন হবে। গবেষণার মাধ্যমে নতুন ধরনের ডিম (যেমন সোনালি ডিম, মেডিসিনাল ডিম, মহাকাশ ডিম ইত্যাদি) আনলক করতে পারবেন। এই গেম জেতার কিন্তু কৌশল আছে। যেমন একটানা ট্যাপের বদলে খামারের স্বয়ংক্রিয় আপগ্রেড বাড়ানো যায়। তারপর প্রতিদিন লগইন করলে বোনাস ও মিশন পাওয়া যায়।
দ্য এগ গেম
এই গেমের ধরণ হচ্ছে এখানে আপনি হবেন একটি ডিম। এরপর ডিম হয়ে রোল করতে থাকবেন। কিছু লেভেলে লাফাতে হতে পারে। বিভিন্ন রান্নাঘরের জিনিসপত্র (চামচ,পাত্র, ছুরি) ও বাধা এড়িয়ে যেতে হবে। ডান-বাম স্লাইড বা টিল্ট কন্ট্রোল ব্যবহার করে ডিমটিকে নিয়ন্ত্রণ করতে হয়। যতক্ষণ ডিম ভাঙবে না, ততক্ষণ লেভেল চলতে থাকবে। নির্দিষ্ট লেভেলে পাখি হ্যাচ করার সুযোগ পাবেন।
ক্রাশ এগস
এই গেমে স্ক্রিনে অনেকগুলো রঙিন ডিম দেখা যাবে। একই রঙের ২ বা তার বেশি ডিম একসঙ্গে টাচ করলে সেগুলো ভেঙে যাবে। প্রতিটি লেভেলে একটি নির্দিষ্ট টার্গেট স্কোর বা ডিম ভাঙার সংখ্যা দেওয়া থাকে। সেই টার্গেট পূরণ করতে হবে নির্দিষ্ট সংখ্যক মুভ ব্যবহার করে। বড় গ্রুপ ভাঙলে বেশি স্কোর ও বিশেষ বোনাস ডিম পাওয়া যায়।
আইডেল এগ ফ্যাক্টরি
এই খেলাটা বেশ মজার। বলা যায় এখান থেকে আপনি ব্যবসা শিখে ফেলতে পারেন। এখানে আপনি থাকবেন একটি ডিম কারখানার মালিক। যেখানে মেশিন দিয়ে ডিম তৈরি হয়। এরপর কনভেয়ার বেল্ট দিয়ে প্যাকেজ হয়। এরপর ডেলিভারি হয়ে টাকা আসে। এখানে আপনার কাজ হবে প্রোডাকশন লাইন, কনভেয়ার বেল্ট, প্যাকেজিং মেশিন আপগ্রেড করা। নতুন নতুন ডিম কারখানা আনলক করে ব্যবসা বাড়াতে হয়। গেম জিততে যত দ্রুত সম্ভব প্রোডাকশন লাইন অটোমেট করুন। বেশি দামে বিক্রি হয় এমন স্পেশাল ডিম আনলক করার দিকে নজর দিন।
আরও পড়ুন
সোশ্যাল মিডিয়া নজর রাখছে আপনার ব্যক্তিগত জীবনেও
পানি ছাড়াও যেসব কারণে স্মার্টফোন নষ্ট হতে পারে
কেএসকে/এমএস