ডিমলা উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক মিন্টু গ্রেপ্তার

12 hours ago 5

নীলফামারীর ডিমলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে খগাখরিবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মেহেদী হাসান সিয়ামকেও গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) রাতে উপজেলার খগাখরিবাড়ি ইউনিয়নে টুনিরহাট গ্রামের মিন্টুর ভগ্নিপতির বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আনোয়ারুল হক সরকার মিন্টু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারের চাচাতো ভাই। এ ছাড়া মেহেদী হাসান সিয়াম মিন্টুর ভাগনে।

ডিমলা থানার ওসি ফজলে এলাহী কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মো. আনোয়ারুল হক সরকার মিন্টু ও সিয়ামকে গ্রেপ্তার করা হয়েছে। আইনিপ্রক্রিয়া শেষে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) আদালতে সোপর্দ করা হবে।

Read Entire Article