ডেমরায় ভবনের ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

2 months ago 8

রাজধানী ডেমরা থানাধীন রানী নগরের হাজী রোড এলাকার একটি দুইতলা বাসার ছাদ থেকে নিচে পড়ে‌‌ রুমি আক্তার (১৩) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতকে নিয়ে আসা মেহেরুন নেসা জানান, ডেমরার রানী নগরের হাজী রোড এলাকার দুইতলা বাসার ছাদ থেকে নিচে পড়ে‌‌ রুমি আক্তার গুরুতর আহত হন। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহত রুমি আক্তার ডেমরার রানী নগরের হাজী রোড এলাকার মো. রুবেল মিয়ার সন্তান। নিহত রুমি স্থানীয় একটি স্কুলের শিক্ষার্থী ছিল।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

কাজী আল-আমিন/এএমএ

Read Entire Article