ডোবার পানিতে ডুবে প্রাণ গেলো দুই শিশুর

3 months ago 94

ময়মনসিংহের হালুয়াঘাটে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৪ মে) সন্ধ্যায় উপজেলার গোপীনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- একই গ্রামের শহীদ মিয়ার মেয়ে সাদিয়া (৭) ও জাকির হোসেনের ছেলে আলিফ মাহমুদ (৬)। সম্পর্কে তারা মামাতো ও ফুপাত ভাই-বোন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশে ডোবার পানিতে খেলা করছিল ওই দুই শিশু। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও বাড়িতে না ফেরায় তাদের খুঁজতে শুরু করেন স্বজনরা। একপর্যায়ে স্থানীয়রা তাদের অচেতন অবস্থায় ডোবার পানিতে ভাসতে দেখে। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজন চন্দ্র পাল বলেন, দুই শিশুর মৃত্যুর বিষয়টি জানতে পেরেছি। এ ঘটনায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।

কামরুজ্জামান মিন্টু/এফএ/এএসএম

Read Entire Article